স্যাস কোম্পানী গুলো কেমন আয় করে তা বের করার একটা বিকল্প পদ্ধতি নিয়ে লিখেছিলাম। নিজের জন্য বের করছিলাম তো অন্যদের সাথে শেয়ার করলাম। এবার অন্য আরেকটা টাইপের সাইটে কেমন করে বের করার চেস্টা করবো। স্যাসের মতো মিলিয়ন আর বিলিয়ন ডলারে বিজনেস হলো কনটেণ্ট পাবলিশ। এমন অনেক কোম্পানী আছে যারা কন্টেণ্ট থেকে মাসে কয়েক মিলিয়ন ডলার আয় করে। the spruce .com এই রকম একটা কোম্পানীর একটা বিজনেস।
the spruce .com এর মান্থলি ভিজিটর হলো ৩৪.৫ মিলিয়ন ( তিন কোটি ৪৫ লাখ)। এদের ইঙ্কাম সোর্স ডিসপ্লে এড আর এফিলিয়েট কমিশন। এফিলিয়েট কম্পিশন নির্ভর করে প্রোডাক্টের প্রাইচ আর কমিশন রেটের উপর। ডিসপ্লে এড থেকে কত ইঙ্কাম হবে এটাও নির্দিস্ট কিছু না। অনেকে তাদের ইঙ্কাম কেমন হয় শেয়ার করে। সেই থেকে বলা যায় মাসে প্রতি ১ লক্ষ ভিজিটর থেকে ১০০০ ডলার আয় করা যায়।
সেই হিসাবে স্প্রাউচের কেবল ডিসপ্লে এড থেকে ইঙ্কাম ৩ লাখ ৩৫ হাজার ডলার। এফিলিয়েট থেকে ইঙ্কাম ২০ গুনের বেশি হবে। কারন এই সাইটের ম্যাক্সিমাম কনটেণ্ট কমার্শিয়াল/বায়িং ইন্টেন্ট কেন্দ্রিক। তাহলে ধারনা করা যায় দ্যা স্প্রাউচের মাসিক ইঙ্কাম ৩ মিলিয়ন ডলারের কাছাকাছি। গুগলে তাদের প্রায় ৪৫ হাজার পেইজ ইন্ডেক্স করা আছে।
অথ্যাৎ প্রায় ৪৫+ হাজার কনটেণ্ট পাবলিশ করে তারা মাসে ৩ মিলিয়ন ডলারের কাছাকাছি ইঙ্কাম করে। হিসাব করলে তাদের সাফল্য buffer এর কাছাকাছি। বিঃদ্রঃ কার ইঙ্কাম কতো এটা সে না বললে জানা যাবে না। এই ক্যালকুলেশন পাবলিক ডাটা থেকে বের করা। জাস্ট একটা আইডীয়া পাওয়ার জন্য।