সিইও ও ফাউণ্ডার, এক্সপোনেন্ট ইনফোসিস্টেম। ক্যারিয়ার শুরু প্রোগ্রামার হিসাবে। শুরুতে চট্রগ্রামস্থ বেশ কয়েকটি মাল্টি ন্যশানাল কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করি। ইচ্ছা ছিল গ্লোবাল মার্কেটের জন্য সফটওয়্যার তৈরি করবো। সেই পরিকল্পনায় পুরোপুরি মনোযোগ দেই অনলাইন বিজনেস তৈরিতে।
২০০৩ সাল থেকেই অনলাইনে বিজনেস করার চেষ্টা করি। ২০০৬ সালে আসে ছোট একটা সেল। সেই থেকেই শুরু অনলাইন বিজনেসের যাত্রা। দীর্ঘ ১৫ বছর+ বিভিন্ন অনলাইন প্রজেক্টে কাজ করে অর্জন করে অনলাইন ইন্ড্রাস্ট্রির অনেক গুরুতপূর্ণ বিষ্যয় গুলো সম্পর্কে জেনেছি।
কনফারেন্স, সেমিনার, ওয়ার্কসপ, বুটক্যাম্প আয়োজনের সরাসরি জড়িত থাকি। এছাড়া মাঝে মাঝে অন্যদের আয়োজনেও অংশগ্রহন করি।