এআই মার্কেট দূরে না। যারা এইআই মার্কেট আসছে আসছে ভাবছে বা বলছে তারা যখন স্টেশনে পৌছাবে তখন ট্রেন তার গন্তব্যে পৌছাবার পর সার্ভিসে।
ইন্টারেস্টিং javris এআই রাইটিং এসিস্টেন্ট। রিব্রান্ড করার নোটিশে যে ইনফো দিলো তাতে কাল যে পোস্ট আমি করে বলেছিলাম তারা কয়েক লাখ ডলার মাসে ইঙ্কাম করে সেটা আজকে তাদের নিজেদের দেয়া তথ্য থেকেই বের করে ফেলা যাচ্ছে।
“Over the last 12 months, over 350,000 people have loved using our AI writing assistant rating it 5-stars from over 2,500 reviews”
আমি যদি লোয়েস্ট মান্তলি সাবস্ক্রিপশনও ধরি তাহলে মাসিক ইঙ্কাম হয়ঃ
350,000 x 29 = 10150000 ( এক কোটি এক লাখ পঞ্চাশ হাজার ডলার প্রতি মাসে) । ৯৯ ডলার ধরলে কত হবে নিজেই হিসাব করুন।
উপলব্দিঃ আসে পাশে যা দেখছি তাদের আমাদের আইসিটি ইন্ড্রাস্ট্রিতে মার্কেট ডিরেকশনে নিয়ে নতুন ও টেক এণ্ট্রেপ্রেনিয়রদের জন্য একটা বিশাল গ্যাপ আছে। যারা লিড দেয় তাদের ফোকাস এরিয়া ভিন্ন।
তাদের বিজনেস স্টাবলিস্টড। অধিকাংশই ট্রাডিশনাল সার্ভিস ও প্রোডাক্ট ইন্ড্রাস্ট্রি নিয়ে আছে। সুতারং ফোকাস সেই দিকেই থাকবে। নতুন এন্ট্রেপ্রেনিয়রদের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা নিয়ে আপতত ভাবার সময় ও সুযোগ হবে না। আমি আনলিমিট কনফারেন্স আসলে সেই কারনেই করছিলাম।
আনলিমিটের কনচেপ্টেই ছিলো যা করছি তা ছাড়িয়ে যাওয়া আর মার্কেটের ট্রেন্ডের আগে থাকা। এই রকম কিছু আমাদের দরকার। নতুন আর ইয়াং এন্ট্রেপ্রেনিয়ররদের দরকার। আবার হয়ত কাজ করবো।
২০-৫০ জনের একটা সলিড টিম হলে ১০ বছর পর যেখানে যাবো, ২/৩ বছরে সেখানে যাওয়া সম্ভব। মার্কেট, গাইডেন্স,প্রসেস, ফান্ড, টিম , মটিভেশন এই সবই দরকার নতুন এন্ট্রেপ্রেনিয়রদের। তবে এই জাতিকে আগে আরেকটা জিনিষ শিখাবার প্রয়োজন আছে। কৃতজ্ঞ থাকা আর কৃতজ্ঞতা প্রকাশ করা।