Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

বিগকমার্স ও ইকমার্সের নতুন যুগ- এন্ট্রেপ্রনিয়রদের শেখার আছে অনেক কিছু

নভেম্বর 24, 2021 by আবুল কাশেম

ইকমার্স এখন নতুন যুগে।

অনেকদিন পর বিগকমার্স সাইটে ভিজিট করলাম। ইকমার্স সিএমএস হিসাবে মেজেন্টোর পরের অবস্থানই ছিলো বিগকমার্সের। তাদের স্ট্রাটেজির পরিবর্তন দুইটা জিনিষ শেখাবে যে কোন এন্ট্রেপ্রেনিরকে।

  • মার্কেট চেঞ্জ হবে আর তার সাথে এডোপট করেই এগুতে হবে। এই ক্ষেত্রে নোকিয়া আর কোডাক ফোন নিয়ে করা ইণ্ডিয়ান এক লিডারশীপ ট্রেইনারের ডকুমেন্টারির কথা মনে পড়লো।
  • মার্কেট কোন দিকে যাচ্ছে। অথ্যাৎ টেকনোলজি কোন দিকে যাচ্ছে। আবার এটাও বুঝা যায় যে ইকমার্স এন্ট্রেপ্রেনিয়রদের ট্রেন্ড এখন কোন দিকে

সামারি হলো এখন ই-কমার্সের নতুন যুগ।

এখন আগের সেই হোস্টেড ই-কমার্স সিএমস যথেস্ট না। এখন মার্কেট এতোটা চেঞ্জ যে সবাই সব জায়গায় বিক্রি করতে চাচ্ছে। অমনি চ্যানেল পেজেন্ট। নিজের সাইট থেকে, সোশ্যাল সাইটে, শত শত মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করে মার্চেন্টরা।

সুতারং এখন দরকার ওপেন স্যাস ইকমার্স সিএমএস। যে কোন ওয়েব এন্ট্রেপ্রেনিয়র ও অনেক প্রফেশানালdএর কাছে বিষয়ট গুরুত্বপূর্ণ। যদি বিগ কমার্স তাদের এই পরিবর্তনটা না করতো তাহলে তারা আস্তে আস্তে নিশ্চয় হারিয়ে যেতো।

নতুন কেউ অমনি চ্যানেল আর হেডলেস ইকমার্স সলিউশুন নিয়ে আসতো। আসলে আসছেও। আর সেই কারনে তারা তাদের পুরাতন বিজনেস হারাতো প্লাস নতুন আর কোন সম্ভাবনাই থাকতো না তাদের জন্য।

আমার দেখা একটা বিজনেসের কথা বলতে পারি। সাইটসেল। এরাও স্যাস বেইজড। এদের সাইট তৈরির সিএমএস ছিলো। এরা ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার আগে অনেকের কাছে খুবই জনপ্রিয় ছিলো সাইট তৈরির জন্য। ওয়ার্ডপ্রেসের পপুলারিটি আর সুবিধার কারনে এরা বাজার হারিয়েছে। যদি এরাও তাদের সিএমএসকে ওয়ার্ডপ্রেসর সাথে ইণ্ট্রিগ্রেট করতো যেমনটা বিগকমার্সে অপশন আছে তাহলে ব্যবসা তো হারাতোই না এরা কয়েকগুন বড় হতো। আমার মতে এদের এখণো সুযোগ আছে।

Filed Under: অন্যান্য

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter