ইকমার্স এখন নতুন যুগে।
অনেকদিন পর বিগকমার্স সাইটে ভিজিট করলাম। ইকমার্স সিএমএস হিসাবে মেজেন্টোর পরের অবস্থানই ছিলো বিগকমার্সের। তাদের স্ট্রাটেজির পরিবর্তন দুইটা জিনিষ শেখাবে যে কোন এন্ট্রেপ্রেনিরকে।
- মার্কেট চেঞ্জ হবে আর তার সাথে এডোপট করেই এগুতে হবে। এই ক্ষেত্রে নোকিয়া আর কোডাক ফোন নিয়ে করা ইণ্ডিয়ান এক লিডারশীপ ট্রেইনারের ডকুমেন্টারির কথা মনে পড়লো।
- মার্কেট কোন দিকে যাচ্ছে। অথ্যাৎ টেকনোলজি কোন দিকে যাচ্ছে। আবার এটাও বুঝা যায় যে ইকমার্স এন্ট্রেপ্রেনিয়রদের ট্রেন্ড এখন কোন দিকে
সামারি হলো এখন ই-কমার্সের নতুন যুগ।
এখন আগের সেই হোস্টেড ই-কমার্স সিএমস যথেস্ট না। এখন মার্কেট এতোটা চেঞ্জ যে সবাই সব জায়গায় বিক্রি করতে চাচ্ছে। অমনি চ্যানেল পেজেন্ট। নিজের সাইট থেকে, সোশ্যাল সাইটে, শত শত মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করে মার্চেন্টরা।
সুতারং এখন দরকার ওপেন স্যাস ইকমার্স সিএমএস। যে কোন ওয়েব এন্ট্রেপ্রেনিয়র ও অনেক প্রফেশানালdএর কাছে বিষয়ট গুরুত্বপূর্ণ। যদি বিগ কমার্স তাদের এই পরিবর্তনটা না করতো তাহলে তারা আস্তে আস্তে নিশ্চয় হারিয়ে যেতো।
নতুন কেউ অমনি চ্যানেল আর হেডলেস ইকমার্স সলিউশুন নিয়ে আসতো। আসলে আসছেও। আর সেই কারনে তারা তাদের পুরাতন বিজনেস হারাতো প্লাস নতুন আর কোন সম্ভাবনাই থাকতো না তাদের জন্য।
আমার দেখা একটা বিজনেসের কথা বলতে পারি। সাইটসেল। এরাও স্যাস বেইজড। এদের সাইট তৈরির সিএমএস ছিলো। এরা ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার আগে অনেকের কাছে খুবই জনপ্রিয় ছিলো সাইট তৈরির জন্য। ওয়ার্ডপ্রেসের পপুলারিটি আর সুবিধার কারনে এরা বাজার হারিয়েছে। যদি এরাও তাদের সিএমএসকে ওয়ার্ডপ্রেসর সাথে ইণ্ট্রিগ্রেট করতো যেমনটা বিগকমার্সে অপশন আছে তাহলে ব্যবসা তো হারাতোই না এরা কয়েকগুন বড় হতো। আমার মতে এদের এখণো সুযোগ আছে।