একেবারে যারা নতুন যাদের কোন ভাবেই অনলাইন থেকে কোন কোর্স কেনার সামর্থ নাই। তারা শুরুতে এমন কাউকে খুঁজে নিতে পারে যারা জন্য সে অফলাইন বা অনলাইনে কোন কাজ করে দিলে সে তাকে ১০- ২০ ডলার দিয়ে ইউডেমিতে একটা কোর্স কিনে দিলো।
সে সেই কোর্সটা খুব ভালো করে শিখে ফাইভার কিংবা অন্য মার্কেটপ্লেসে গিগ তৈরি করলো। ধরে নিলাম তার ইনকাম মাসে ৫০ ডলারের কাছাকাছি। সে সেই টাকা দিয়ে আর দুইটা কোর্স কিনলো। সেই গুলো শেষ করলো ৪/৫ মাস ধরে।
সেই গুলো দিয়ে আবার কিছু কাজ করার চেস্টা করলো। ধীরে ধীরে তার আয় বাড়লো। ধরে নিলাম সেটা ৩০০ ডলার হলো। সে আর দুইটা কোর্স করলো। যেই গুলো শেষ করলো আর ৩/৪ মাস। পড়াশুনা করছে। ক্ল্যায়েন্টের জন্য কাজও করছে।
মার্কেটপ্লেসে রেপুটেশন তৈরি হচ্ছে। মার্কেটপ্লসে সম্পর্কে নলেজ তৈরি হচ্ছে। নিজের স্ক্লিলও বাড়ছে। ধীরে ধীরে ৫০০ থেকে ১০০০ ডলার হলো। এবার মূল স্ক্লিলের সাথে সফটস্কিল বাড়ানোর জন্য কোর্স করা শুরু করলো।
১ বছরের মাথায় দেখা হল বেশ ভালো স্কিল, নলেজ, এক্সপেরিয়েন্স, রেপুটেশন তৈরি হলো। পার্সোনাল অনেক স্কিল তৈরি হলো। বেশ ভালো ভালো ক্লায়েন্ট তৈরি হলো।
এখন ৮ ঘণ্টার বেশি কাজ করতে হচ্ছে না। বাকী ৩ ঘন্টা স্ক্লিল ডেভেলপমেন্টে ব্যয় হচ্ছে। এভাবে ২/৩ বছর কেউ করেলে সলিড আর ভালো উপার্জন করার একটা ক্যারিয়ার তৈরি অসম্ভব কিছু না।
কেউ যদি ফ্রি কোর্স, গুগলের উপর নির্ভর করে, শেখার জন্য পরিশ্রম না করে তবে অনলাইন ক্যারিয়ার তৈরি হতেও পারে বাট অনেক অনেক কঠিন হবে। তবে আমার মতে হওয়ার চান্সটা অত বেশি না।