কখনো হয়তো এতো সুন্দর একটা জায়গায় নিজ উদ্যোগে যাওযায় হতো না। ধন্যবাদ Jahadul Islam কে আমন্ত্রন জানানোর জন্য। । অনেকের সাথেই দেখা হয়েছে। আরিফ আর শিশিরের সাথে অনেক দিন পর দেখা হওয়ায় একটু বেশি ভালো লেগেছে। কিছু নতুন সম্পর্ক তৈরি হয়েছে। সব কিছু মিলে ভালো লেগেছে।জাহাদ ও তার পুরো টিম দারুণ কাজ করছে। এগিয়ে যাক চাঁদপুর ফ্রিল্যান্সার এসোশিয়েন। সাথে থাকবো ইনশাআল্লাহ।
