ডটডেস মিডিয়া কোম্পানির মত বড় আকারে অনলাইন পাবলিশিং কম্পোনী তৈরির আইডিয়া ও পরিকল্পনা তুলে ধরার জন্য এই প্রোগ্রাম
কনটেন্ট সাইটের রিটার্ন অব ইনভেস্টমেন্ট অনেক বেশি। এমন অনেক কনটেণ্ট সাইট আছে যাদের বিক্রিয় মূল্য কয়েক মিলিয়ন ডলার। অতি পরিচিত ওয়ারকার্টার বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন ডলারে। কনটেণ্ট সাইটগুলোর বিক্রিয় মুল্য সাধারণত আয়ের ৩০ গুন। অনুমান করা যায় ওয়ারকার্টার তাদের কনটেণ্ট থেকে বছরে মিলিয়ণ ডলার প্রফিট করতো।
এই ধরনের কনটেণ্ট তৈরি বেশ খরচের ব্যাপার। কোন কোন কন্টেন্ট তৈরি ৫০০ থেকে ৬০০ ডলারের বেশি খরচ হয়। স্মলবিজট্রেন্ডস প্রতিষ্ঠাতা অনিতা ক্যাম্পেল হিসাব দেখিয়েছেন যে ৬০০ ডলার খরচ করে তৈরি কোন কনটেণ্ট যদি এক হাজার ইম্প্রেশনে ২০ ডলার আয় করে তাহলে তিন বছরে ঐ কনটেণ্ট থেকে ১০ হাজার ডলার আয় হয়। খরচ বাদ দিলে লাভ হয় ৯ হাজার ৪ শত ডলার।
এক্সপার্টদের লেখা কনটেন্ট ভিত্তিক মিলিয়ন ডলারের কোম্পানি বাংলাদেশে থেকেও তৈরি করা সম্ভব। প্রোডাক্ট বেইজড স্টার্টআপ কোম্পানি তৈরির পাশাপাশি কনটেণ্ট পাবলিশিং কোম্পানি সাফল্যের পাওয়ার সুযোগ আছে অনেক। যৌথ কিংবা একক মালিকানায় এই ধরনের বিজনেস তৈরি করা খুবই সম্ভব।
আমার এই প্রোগ্রামে আমি তুলে ধরবোঃ
- ডটড্যাশ কোম্পানির সাইট গুলোর স্ট্রাটেজি কি
- এমন বিজনেস গুলো কিভাবে যৌথ ভাবে বাংলাদেশ থেকে গড়ে তুলা যায়
- কি ধরনের স্ট্রাটেজি হবে
- কেমন ইনভেস্ট লাগবে
- আগ্রহীরা কিভাবে ইনভস্ট করবে
- শেয়ারের প্রাইচ কেমন হতে পারে
- কেমন টিম লাগবে
- কোম্পানি কিভাবে চলবে
- ইনভেস্টর ও কোম্পানির সম্পর্ক
- কি ধরনের রিস্ক আছে ও সেই গুলো কীভাবে হ্যান্ডল করতে হবে
কাদের অংশগ্রহন করা উচিত
যারা এই ধরনের বিজনেসে শেয়ার কিনতে আগ্রহী, যারা বিজনেস সম্পর্কে ধারনা নিতে চায় ও যারা নিজেরাই এমন কোম্পানি তৈরি করতে চায়।
ফি, ভেন্যু ও তারিখ
- ৭০০ টাকা ।
- ঢাকার কোন রেস্তোরা
- ১৩ অথবা ১৫ ফেব্রুয়ারি ২০২০
নিবন্ধন শুরু হলে আপনাকে জানানো হবে।