Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

কনটেন্ট সাইট বিজনেস

ডিসেম্বর 1, 2020 by Abul Kashem

যখন কোন সাইটের ইনকাম = সাইট ওনারের খরচ + রিইনভেস্ট করার মতো আয় তখনি ঐ সাইটের ভাগ্য ফিউচার প্রুফ। গুগলের র‍্যাঙ্কিং কখনই ফিক্সড কিছু না। প্রতি আপডেটে কিছু পেইজ র‍্যাঙ্ক হারাবে আবার কিছু পেইজ র‍্যাঙ্ক পাবে।

প্রতি মুহুর্তেই এটা হতে পারে। তার মানে যদি এমন হয় যে র‍্যাঙ্ক কমে যাওয়াটা নতুন কনটেন্ট দিয়ে রিকোভার হয়ে যাচ্ছে তখন আর সমস্যা থাকছে না।

মানে আউট অব ডেঞ্জার। কোন সাইটের ইনকাম সেই লেভেলে নিয়ে যেতে পারলে ( খরচ+ রিইনভেস্টমেন্ট) যে কেউ সেইফলি এই বিজনেসকে গ্রহণ করতে পারবে।

ইনভেস্ট ছাড়াও আরও দুইটা স্কিল গুরুত্বপূর্ণ হবেঃ

১) কনটেণ্ট তৈরির ক্ষমতা
২) গুগল সেইফ লিঙ্ক বিল্ডিং

কনটেণ্ট সাইট লিঙ্ক ছাড়া সাফল্য যা লিঙ্ক সহ সাফল্য ঠিক ১০ গুণ বেশি হবে ধরে নেয়া যায়।

Filed Under: কনন্টেন্ট বিজনেস

ফ্রিল্যান্সিং না বিজনেস

নভেম্বর 30, 2020 by Abul Kashem

বিজনেস অবশ্যয় কঠিন। ফ্রিল্যান্সিং করতে যদি একটা স্কিল লাগে বিজনেস করতে লাগবে ২০+। এরপর অর্থের বিষয়টাতো আছেই। আমার আগের পোস্টের অর্থ এটা ছিলো না যে ফ্রিল্যান্সিং না করে ব্যবসাই করতে হবে। উদ্দেশ্য ছিলো এটা বুঝানো যে কেবল ফ্রিল্যান্সিং বিষয়টাতেই সীমাবদ্ধ না থাকা।

আমাদের দেশের পেক্ষাপটে অনেক কিছুই কঠিন। অনলাইনে ব্যবসা শুরু করা অনেক কঠিন। তাই ব্যবসা শুরু করতে না পারলে ফ্রিল্যান্সিংই বেস্ট অপশন। তবে এক সাথে কিছু করার চেস্টা থাকতেই হবে। চেস্টা করে রেজাল্ট না পেলে সমস্যা নাই। কিন্তু চেস্টা না করলে রেজাল্ট পাওয়া যাবে না এটা নিশ্চিত।

ফ্রিল্যান্সিং থেকেই ব্যবসা করার চেস্টা করা যায়। বিজনেস তৈরি করা নিয়ে আলাদা পড়াশুনা করা চালিয়ে যাওয়া উচিত। কেউ যখন মার্কেট সম্পর্কে জানবে, নিজের পর্যাপ্ত ক্লায়েন্ট থাকবে, আরো ক্লায়েন্ট তৈরির প্রসেস ও নলেজ তৈরি হবে তখন কো-ফাউণ্ডার/পার্টনার খুজতে থাকতে হবে।

পার্টনার খোজা আর পাত্র/পাত্রী খোজা একই রকম। ম্যাচ হলেই এক সাথে কিছু করা যায়। না হয় একাই ভালো। একা না পারলে ফ্রিল্যান্সিংই ভালো।

আশাকরি আগের লেখা আর এই লেখার মধ্যে সুক্ষ যে মেসেজ আছে সেটা ধরতে সমস্যা হবে না।

Filed Under: কনন্টেন্ট বিজনেস

মিলিয়ন কনন্টেন্ট বিজনেস স্টার্টআপ তৈরি

ফেব্রুয়ারী 11, 2020 by আবুল কাশেম

এমন অনেক মিলিয়ন ডলার বিজনেস আছে বাংলাদেশ থেকেও করা সম্ভব। ডটড্যাস মিডিয়ার (dotdash.com) কথা ধরুন এরা কনটেণ্ট পাবলিশিং কোম্পানী। এদের যে কয়েকটি ওয়েবসাইট আছে প্রত্যেকটির মূল্য মিলিয়ন ডলারের কাছাকাছি। ওয়ারকাটার(thewirecutter.com) ওয়েবসাইটটি বিক্রি হয়েছিলো ৩০ মিলিয়নে। যেটি পিউরলি কনটেণ্ট পাবলিশিং সাইট। বিজনেসডটকম বিক্রি হয়েছিলো ৩৫০ মিলিয়ন ডলারে।

বিজনেস ডটকম কনটেণ্ট কোম্পানি হলেও ওয়্যারকাটারের মতো না। এই দুইটা কোম্পানীর উদারহন দেয়া হলো কনটেন্ট সাইট গুলোর মার্কেট ভ্যালু সম্পর্কে ধারনা দেয়ার জন্য। ফোর্বস থেকে শুরু করে একেবারে হাইপার স্পেসিফিক ছোট আকারের কনটেন্ট সাইটের ভ্যালু আছে আর নানা সাইজের কনটেণ্ট কোম্পানি আছে।

এমন অনেক উদ্যোগক্তা আছে যারা একক মালিকানায় বেশ কিছু সাইট আছে। আমাদের এখানে কয়েক হাজার নিশ সাইট এণ্ট্রেপ্রেনিয়র আছে। তবে সফল হয়েছে এমন সংখ্যাটা তেমন বেশি না। এই উদ্যাক্তারা বিজনেসটা জানে আর বুঝে এরা চাইলে সম্মিলিত ভাবে অনেক বড় কিছু করতে পারে। ধরুন সবাই মিলে ২ কোটি টাকা যোগাড় করে একটা যৌথ কোম্পানি করলো।

এদের মধ্যে থেকে বোর্ড তৈরি করলো। তারা কোম্পানি চালানোর জন্য একটা টিম নিয়োগ করলো। সেই টিম রোড ম্যাপ অনুযায়ী কোম্পানি পরিচালনা করলো। ৫ থেকে ১০ বছরের মধ্যে ওয়ারকার্টারের মতো দুই একটা সাইট তাদের পোর্টফলিওতে যুক্ত হওয়া খুবই সম্ভব। আর এই মডেল সফল হলে ইন্টারনেটে মিলিয়ন ডলার এমন কয়েকশ কোম্পানি তৈরি করা সম্ভব। কিভাবে তাই নিয়ে একটা সেশন করছি।

কনন্টেন্ট বিজনেস স্টার্টআপ আইডিয়া প্রেজেন্টেশন

এক মিলিয়ন ডলার ভ্যালুর সাইট তৈরি করা সম্ভব কিনা?

১,০০০,০০০ ( ১ মিলিয়ন ডলার) কে যদি ৩০ দিয়ে ভাগ দেয়া হয় তাহলে তাহলে ৩৩,৩৩৩ ( তেত্রিশ হাজার তেত্রিশ ডলার)। প্রতিদিন ১ হাজার ডলার আয় করতে পারা সাইট বানানো কঠিন নয় প্রতিদিন ১০০০ ডলার আয় করে এমন সাইট আমাদের এখানে অনেকে বানিয়েছে। ইনভেস্টমেন্ট বেশ কয়েকগুন হলেই, প্রিমিয়াম লেভেলের রাইটার হলো, টপ লেভেলের এসইও টিম হলে, ভালো একটা ডিজাইনার থাকলে সম্ভব। তবে এই ধরনের বিজনেস করার জন্য পূর্বাভিজ্ঞতা, জ্ঞান, প্রসেস ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। একেবারে নতুনদের জন্য সহজেই সম্ভব হবে না।

ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এন্ট্রেপ্রেনিয়ররা লো কস্টে ফ্রিল্যান্স এক্সপার্ট হায়ার করে তাদের অনলাইন বিজনেস তৈরি করার জন্য। ঠিক উল্টাটা আপনি চাইলে করতে পারেন। ওয়েস্টার্ন ফ্রিল্যানান্সার হায়ার করে গ্লোবাল একটা বিজনেস তৈরি করতে পারেন।

আমরা যে কনটেণ্ট বিজনেস কোম্পানির কথা বলছি সেটা কিন্তু সেই রকমই। আপনি আসলে তাদের হায়ার করছেন তাদের দেশের উপযোগী কনণ্টেন্ট তৈরি করতে। এটা ট্রু একা আপনার পক্ষ্যে সম্ভব না বড় ফান্ড নিয়ে এগুনো। তাই একটু ভিন্ন এরেঞ্জমেন্ট প্রয়োজন।অথ্যাৎ যৌথ একটা ফান্ড করে করলে সম্ভব।

Filed Under: কনন্টেন্ট বিজনেস

« Previous Page

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter