নিঃসন্দেহে আইসিটি ইন্ড্রাস্ট্রিতে গ্লোবালি ভালো করার একমাত্র উপায় হলো দক্ষ প্রফেশনাল। দক্ষ ও যোগ্য প্রফেশনাল থাকলে এমনকি লোকাল উদ্যোক্তা তৈরি না হলেও তারা গ্লোবাল মার্কেটে ঠিকি কাজ করতে পারবে। এখনো অনেকে করছে। আমরা যদি কেবল এটা দেখি যে আমরা কি আয় করছি আর তা কয়েক বছরের আগের সাথে তুলনা করি তাহলে আমরা ভুল করবো।
আমাদের তুলনা করা উচিত মার্কেটে সম্ভাবনা কি ছিলো বা আছে আর আমরা কি করতে পেরেছি সেটার সাথে। আমাদের তুলনা করা উচিত একই রকমের বা কাছাকাছি দেশ কি করছে আর আমরা কি করছি। সেটা করলেও বুঝতে পারবো আমরা আমাদের আগের তুলনায় ভালো করছি কিন্তু বিশাল সম্ভাবনার কাছাকাছিও যেতে পারি নাই।
এই তথ্যটাকে আমাদের লক্ষ্য হিসাবে নিয়ে সব সময় অসতুস্টি নিয়ে এগুনো উচিত। কোন শিল্পী কখনই সন্তুস্ট হয়ে যায় না যে সে তার সেরা ছবিটা একে ফেলছে। কোন ফুটবলার মনে করে না যে সে সেরা গোল দিয়ে ফেলেছে।
সে তার সম্ভবনা যে আরো অনেক বেশি সেটা মনে করে আর অসন্তস্ট থেকে আরো বড় কিছু জন্য কাজ করতে থাকে। তার প্রাপ্তি গুলো তার অনুপ্ররনা আর মনোবল। আমরা যা করছি সেই গুলো আমাদের মনোবল আর অনুপ্রেরনা হতে পারে। আত্নতুস্টিতে ভোগার কোন সুযোগ নাই।
আমাদের এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা।
গ্লোবাল সম্ভাবনা নিয়েই কাজ শুরু করা। এন্ট্রেপ্রেনিয়রদের গ্লোবাল সম্ভাবনা বের করতে সাহায্য করা। এরজন্য সেমিনার, ওয়ার্কসপ, আলোচনা নিয়মিত হওয়া উচিত। অনেকে দীর্ঘ দিন গ্লোবাল মার্কেটে কাজ করে। তাদের যে নলেজ তা সামনে নিয়ে আসার ব্যবস্থা করা।