Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

ডেভিড ভার্সেস গ্লোয়েথ ও আইসিটি ইণ্ড্রাস্ট্রি

ডিসেম্বর 13, 2019 by আবুল কাশেম

আইসিটি বিজনেসের হালচাল নিয়ে কয়েকজন এন্ট্রেপ্রেনিয়রদের সাথে যা আলাপ হয় তাতে খুব পজিটিভ কিছু শুনি না। খুব কমই ভালো আছে। অধিকাংশই স্ট্রাগল করছে। ব্যবসায় স্টাগল করা নরমাল বিষয়। ১০-১২ বছরের কোন কোম্পানী স্ট্রাগল করা নরমাল বিষয় না। কিছু কিছু কোম্পানীর এই সমস্যা থাকতে পারে। যদি ৮০% কোম্পানীর এই সমস্যা থাকে তাহলে পুরো ইন্ড্রাস্টিরই সমস্যা।

সমস্যার একটা স্যাম্পল দেই। সাধারনত লিডার তারা হয় যারা জ্ঞানে , গুনে, সাফল্যে সবার চেয়ে এগিয়ে থাকে প্লাস যাদের ভিশন ও লিডারশীপ স্কিল থাকে। আবার ইমামের নলেজ নামাজ নিয়ে মুসুল্লীদের থেকে বেশি হবে এটাই স্বাভাবিক। ইমাম হলো একটা সমাধান। সো লিডার হলো সমাধান।

আইসিটি ইন্ড্রাস্ট্রির যারা লিডার তাদেরও তাই হওয়ার কথা। এট লিস্ট ব্যবসা অনেক বড় না হলেও স্টাবল একটা ব্যবসা থাকার কথা। এসোশিয়েশন গুলোর লিডার ( ইমাম)দের ব্যবসার রেকর্ড এনালাইসিস করলে হতাশ হওয়া ছাড়া উপায় থাকবে না।

আমি যাদের সাথে কথা বলি তাদের অধিকাংশই আশার কথা শুনায় না ইন্ড্রাস্ট্রি নিয়ে। জানতে চাই কারা ভালো আছে, কি ধরনের প্রজেক্ট করছে ইত্যাদি তারাও খুব ভালো খবর দিতে পারে না।

আমাদের ইন্ড্রাস্ট্রি ডিরেকশন হীন ভেগ একটা স্বপ্ন নিয়ে চলছে। অনেক ভালো কিছু করবে এমন গল্প শুনায়। এই গল্প শুনানোর ইতিহাস অনেক পুরানো। কোন থিউরি, স্বপ্ন কাজে লাগছে তা দেখি নাই। কিছু কিছু সাফল্যের কথা বলে। সেই সাফল্য বাই চান্স আসছে ব্যক্তিগত প্রচেস্টার কারনে।

বিলিয়ন ডলারের বাজার আছে, অনেক দেশ বেশ ভালো করছে, এই দেশেরও কেউ কেউ ভালো করছে তাহলে অধিকাংশ কোম্পানীই খারাপ থাকছে কেন? তারা কেন ভালো করছে না। একটা কারন হতে পারে আমরা জানি না কি করলে ভালো হবে। কোন ব্লুপ্রিন্ট নাই। আমরা হয়তো ট্র্যাডিশনাল চিন্তা করছি।

স্ট্রাটেজি নিয়ে কোন আলোচনা হলে ডেভিড ভার্সেস গ্লোয়াথের উদাহরণ দেয়া হয়।

এক রিসার্চার ২০০টি যুদ্বের এনালাসিস করে দেখছে যে প্রায় ৩০% এর উপরের অপেক্ষাকৃত ছোট সংখ্যার সৈন্য নিয়ে অনেক বড় সংখ্যার সৈন্যবাহিনী কে হারিয়েছে। কারন ছিলো তারা ট্রাডিশন্যাল রণ কৌশলের বাইরে গিয়ে রণ কৌশল গ্রহণ করেছিলো। আউট সাইড অব বক্স।

আমরা যদি আইসিটি ইন্ড্রাস্ট্রির সমস্যা কে জায়ান্ট ধরে নেই আর কোম্পানী গুলো গ্লোয়াথ হই তাহলে জেতার জন্য আমাদের আউট সাইড অব বক্স স্ট্রাটেজি দরকার।

স্ট্রাটেজি কে তৈরি করবে? স্ট্রাটেজির সমাধান লিডারকেই হতে হবে। যদিও আমি পজিটিভের পাশাপাশি প্র্যাক্টিক্যালও থাকতে চাই। আমি যা শুনি আর দেখি আইসিটি ইন্ড্রাস্ট্রি নিয়ে পজিটিভ ভাবতে পারি না।

Filed Under: আইসিটি ইন্ড্রাস্ট্রি

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter