ডিজিটাল মার্কেটিং বিজনেস,ডিজিটাল এজেন্সি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানী যে ধরনের বিজনেস হউক আমাদের এখানে অনেক গুলো হওয়া উচিত ছিলো। না হওয়ার অনেক কারন থাকতে পারে। তবে মূল কারন হলো মানষিকতা। এই মানষিকতা তৈরি হয় পরিবেশ থেকে।
আমাদের পরিবেশটা ঠিক বলে আমার মনে হয় না। অনেক বেশি সো অফ একটা কারন। ছোট ছোট এচিভম্যান্টে মানুষ সেলিব্রেট করবে এটা স্বাভাবিক। কিন্তু সেই সেলিব্রেশনকে মাউন্ট এভারেস্ট জয় হিসাবে উত্থাপন বিশাল সমস্যা।
যে যেখানে কাজ করে সেখানে যারা আছে তার তুলনায় একজন কি করেছে এটা গুরুত্বপূর্ণ। আশে পাশে এমন অনেককে দেখবেন যে খুব দেখিয়ে বেড়ায়। বলে বেড়ায়। এদের স্টান্ডার্ডকে যদি নিজের স্টান্ডার্ড বানায় ফেলেন তাহলে ভীষন সমস্যা।
আপনার স্টান্ডার্ড হবে সম্ভাবনার আর সুযোগের আপনি কতটুকু নিতে পারছেন সেটার উপর ভিত্তি করে। আপনার স্টান্ডার্ড হবে যারা সর্বোচ্চ স্তরে আছে তারা। অন্যভাবে যদি বলি আপনি যদি ফুটবল খেলেন তাহলে আপনার স্টান্ডার্ড হবে মেসি কিংবা রোনাল্ডো। পাড়ার যে ছেলে ওয়ারী/ফকিরাপুলে খেলে সে না।
আমাদের প্রফেশনালরা ভাবেই না যে একটা এজেন্সি করতে হবে। দেখে না যে একা অনেক কিছু করা যায় না। তাই অধিকাংশ কোম্পানী গুলো একাধিক ফাউণ্ডার নিয়ে করে।
লেভেল অব এওয়ারনেস বলে একটা বিষয় আছে। এই লেভেল অব এওয়ারনেসটা বাড়ায় না বলেই আরো ভালো কিছু করতে পারছে না।
যে লোক প্রতিমাসে ২৫ হাজার টাকা আয় করে সে কিভাবে ৫০ হাজার টাকা আয় করতে হবে সেটা জানে না বলেই করে। তার ৫০ হাজার টাকা আয় করার জন্য যা লাগে সেই বিষয়ে এওয়ারনেস নাই। আমাদের এখানে কোম্পানী গুলো না হওয়ার কারন আমাদের প্রফেশনালদের কিভাবে করতে হবে সেই বিষয়ে এওয়ারনেস নাই।
কারণ আশে পাশের জগতটা মানূষের লেভেল অব এওয়ারনেস ঠিক করে। যে জগতটা শুধু ফ্রিল্যান্সিংকে নিয়ে আর ফ্রিল্যান্সারদের আয়, ঘুরে বেড়ানো নিয়ে সেই জগত এন্ট্রেপ্রেনিয়র কিভাবে হতে হবে সেটা তৈরি করে দিবে না।
সম্ভাবনাটা জানুন। নিজের লেভেল অব এওয়ারনেসটা বাড়িয়ে নিন।