অনলাইনে ভালো করার জন্য একটা জিনিষ খেয়াল রাখবেন যে আপনাকে সমাজের অপেক্ষাকৃত শিক্ষিত মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। তাদের অধিকাংশই প্রাশ্চাত্যের। প্রাশ্চাত্যের মানুষ ন্যয় নীতি যাই হউক এদের আচার ব্যবহার অত্যান্ত সভ্য।
এরা আদাব-কায়দাকে অত্যান্ত গুরুত্ব দেয়। যেমন এরা কখনই গ্রেটিংস ছাড়া কনভারসেশন শুরু করে না। কথায় কথায় থ্যাঙ্কস দেয়। তার কারন আছে। আরেকটা কাজ করে সেটা হলো এরা খুবই রেসপেক্টফুল। এরা যে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলে। আপনারা যারা এখানে আছেন তারা অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য আছেন।
আমি অনুরোধ করবো প্রাশ্চাত্য সমাজের শিষ্টাচারকে দেখে নিবেন। মূল কথাটা ভিন্ন। প্রাশ্চাত্য কেন যে কোন সমাজেই এই এটিকুইটি আছে। আমাদের ভারত উপমহাদেশের কালচারে আছে। আমাদের ধর্মে আছে। এমনকি আহেমি জায়েলিয়াতের উত্তরাধিকারী আরব সমাজেও আছে।আরবরাও কথায় কথায় শুকরিয়া পড়ে, দোয়া করে।
বিষয় গুলো খেয়াল করবেন। ডেফিনিটলি কাজে লাগবে। অনলাইনে স্কিল প্রয়োজন হয় ৩০% আর বাকীটা সফট স্কিল। এটা সম্ভবত অফলাইনে আরো বেশি।