বিজনেস অবশ্যয় কঠিন। ফ্রিল্যান্সিং করতে যদি একটা স্কিল লাগে বিজনেস করতে লাগবে ২০+। এরপর অর্থের বিষয়টাতো আছেই। আমার আগের পোস্টের অর্থ এটা ছিলো না যে ফ্রিল্যান্সিং না করে ব্যবসাই করতে হবে। উদ্দেশ্য ছিলো এটা বুঝানো যে কেবল ফ্রিল্যান্সিং বিষয়টাতেই সীমাবদ্ধ না থাকা।
আমাদের দেশের পেক্ষাপটে অনেক কিছুই কঠিন। অনলাইনে ব্যবসা শুরু করা অনেক কঠিন। তাই ব্যবসা শুরু করতে না পারলে ফ্রিল্যান্সিংই বেস্ট অপশন। তবে এক সাথে কিছু করার চেস্টা থাকতেই হবে। চেস্টা করে রেজাল্ট না পেলে সমস্যা নাই। কিন্তু চেস্টা না করলে রেজাল্ট পাওয়া যাবে না এটা নিশ্চিত।
ফ্রিল্যান্সিং থেকেই ব্যবসা করার চেস্টা করা যায়। বিজনেস তৈরি করা নিয়ে আলাদা পড়াশুনা করা চালিয়ে যাওয়া উচিত। কেউ যখন মার্কেট সম্পর্কে জানবে, নিজের পর্যাপ্ত ক্লায়েন্ট থাকবে, আরো ক্লায়েন্ট তৈরির প্রসেস ও নলেজ তৈরি হবে তখন কো-ফাউণ্ডার/পার্টনার খুজতে থাকতে হবে।
পার্টনার খোজা আর পাত্র/পাত্রী খোজা একই রকম। ম্যাচ হলেই এক সাথে কিছু করা যায়। না হয় একাই ভালো। একা না পারলে ফ্রিল্যান্সিংই ভালো।
আশাকরি আগের লেখা আর এই লেখার মধ্যে সুক্ষ যে মেসেজ আছে সেটা ধরতে সমস্যা হবে না।