এসইও সম্পর্কে যদি সাধারণ ধারনাও থাকে তাহলে আপনি নিশ্চয় জানেন সার্চ ইঞ্জিন যতদিন থাকবে অথ্যাৎ মানুষ যতদিন
এমন ইন্টারনেট কল্পনাও করা যায় যেখানে মানুষের তথ্য সংগ্রহ করে না। হউক সেটা কিছু কেনার জন্য, কিংবা শুধু মাত্র জানার জন্য কিংবা বিনোদনের জন্য। অদূর ভবিষ্যতে ইন্টারনেট মানুষ সার্চ করবে না এটা ভাবাও যায় না। সার্চ থাকবে। থাকবে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন থাকলে তাতে সাইট গুলোর র্যাঙ্কিংয়ে থাকার প্রতিযোগীতাও থাকবে। সাইটে র্যাঙ্ক করতে এসইওয়ের প্রয়োজন হবেই।
এসইও টেকনিক পরিবর্তন হতে পারে এবং হবেই। কিন্তু এসইওয়ের প্রয়োজন কখনই বন্ধ হয়ে যাবে না। যাদের স্পেশালিজড কোন স্কিল নাই, কিংবা ডিগ্রী নাই এসইও অবশ্যয় তাদের জন্য স্পেশালাইড প্রফেশন হতে পারে। অনেকেই এসইওতে প্রফেশন তৈরি করতে শুরু করলেও মাঝখানটায় বাদ দিয়েছে কারণ তাদের যে মানের স্কিল দরকার ছিল সেটা কখনই ছিল না আর তৈরিও করে নাই।
কেউ যদি খুব ভালো মানের এসইও এক্সপার্ট হয়ে তাহলে তার ব্যবসা কিংবা ক্লায়েণ্টের সমস্যা হবে না এটা নিশ্চিত। মূল বিষয়টা হলো এসইও বাজার আছে আর বাড়ছেও। এখানে কাজ করতে হলে টিকে থাকতে হলে ভালো করতে হলে ফাইনাশিয়ালি রিওয়ার্ডিং কিছু পেতে চাইলে তাকে অবশ্যই ভালো মানের হতে হবে। এরপর অভারক্স্রাইবড হতে চাইলে তাকে অবশ্যয় ওয়াল্ডক্লাস হতে হবে। ওয়ার্ল্ড ক্লাস হতে কি লাগে?
চলবে …
সোর্সঃ ফেসবুক পোস্ট