অনেকে ভালো নয় এমন পেইজ গুলোকে ইম্প্রুভ করে র্যাঙ্কিংয়ের উন্নতি আশা করে। গুগলের পক্ষ থেকে ম্যাক মুলার নিশ্চিত করে জানিয়েছে যে শুধু মাত্র অতি সাধারন কিছু কনটেন্টের উন্নোয়ন র্যাঙ্কিংয়ে ইফেক্ট হবে না। পুরো সাইটকেই ভালো করতে হব। এখানে ভালো করতে বলতে কম্পিটিটর থেকে ভালো করার বিষয় এসেছে। অনেক ক্ষেত্রে কম্পিটিটর থেকে কারো সাইট ভালো হলে কনটেণ্টের পরিবর্তন ভালো ফলাফল আনবে। তবে যদি সাইটের অভারঅল স্কোর ভালো না থাকে তাহলে ফল ভালো হবে না।
এই ক্ষেত্রে করনীয় কি?
টেকনিক্যাল এসইও অডিট করা উচিত। প্রথমত দেখতে হবে এসইও পয়েন্ট অব ভিও থেকে কোন সমস্যা আছে কিনা। সেই ক্ষেত্রে অডিট টুলস গুলো সাহায্য করতে পারে।
টেকনিক্যাল এসইও ঠিক থাকলে, অফসাইট ইস্যু গুলো বিবেচনায় নিতে হবে।দেখতে হবে লিঙ্কের কোন সমস্যা আছে কিনা। লিঙ্ক অডিট করে খারাফ লিঙ্ক লিঙ্ক গুলোকে হয় সড়িয়ে ফেলতে হবে না হয় ডিসবাউ করতে হবে।
লিঙ্ক ঠিক হলে কনটেণ্ট এনালাইসিস করতে হটে হবে। কেউ যদি কনটেন্ট নিয়ে কাজ শুরু করে দেয় তাহলে অন্য যে বিষয় গুলো নিয়ে উপরে লিখেছি তা বিবেচনা করতে পারে।