হেডলেস সিএমএস স্টার্টআপ গুলোর ফান্ড রেইজিং পর্যালোচনা করলে বুঝা যায় যে হেডলেস সিএমএসের ভবিষ্যত কোন দিকে। হেডলেস সিএমএস ভিত্তিক অনেকগুলো স্টার্টআপ তৈরি হয়েছে।স্ট্রাপি, কনটেণ্টফুল, সেনিটি আর কনটেণ্টস্টাকের ফান্ড রেইজিংটা ওয়েবে থেকে কালেক্ট করলামঃ
- কনটেণ্টফুল – এই পর্যন্ত ১৫৮.৩ মিলিয়ন রেইজ করেছে। তারা ১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের পথে।
- কনটেণ্টস্ট্যাক – সিরিজ বি তে ৫৭. ৫ মিলিয়ন ডলার। টোটাল ফান্ডিং খুজে দেখি নাই
- স্ট্রাপি – সিরিজ এ ১০ মিলিয়ন ডলার
- শোগান ( getshogun.com) – ৩৫ মিলিয়ন ডলার
- সেনিটি – ৯.৩ মিলিয়ন ডলার
এই রকম অনেক আছে। এদের বেশির ভাগ আর্লি স্টেজে। ফান্ডিংয়ের এই ট্রেন্ড চালু থাকবে আর উদ্ধমূখী হবে এটা আশা করা যায় । আরেকটা কি ফ্যাক্টর হেডলেস সিএমএসের ভবিষ্যত বুঝার জন্য- কোন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে।
খেয়াল করেছি বেশ কিছু নামিদামী ইনভেস্টর গ্রুপ আছে। অন্যদের চিনি না। যেহেতু আমি ইনভেস্টর নিয়ে তেমন খোজখবর রাখি না। এই সব ইনভেস্টররা খুবই প্রফেশনাল। এরা খুবই ক্যাল্কুলেটিভ আর ফিউচার ড্রিভেন হয়। এরা ভবিষ্যত ভালো না দেখলে কখনই ইনভেস্ট করবে না।
অন্যদিকে কারা ইতিমধ্যে ইউজ করছে। অনেক বড় বড় কোম্পানী আছে এই তালিকায়।
ইনফ্রাকস্ট্রাকচার কি তৈরি হচ্ছে- ওয়ার্ডপ্রেস অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে কারন সহজ শেখা যায়, সহজে তৈরি করা যায়, সহজে ডেপলয় করা যায়। হেডলেস সিএমএস সেই সুযোগ আছে।
সহজ ডেপলয় করার জন্য অনেক সার্ভার কোম্পানী শুরু হয়েছে। অধিকাংশই ওয়ার্ডপ্রেসের ওয়ান ক্লিক ডেভলয় মেন্টের মতো। টেক এন্ট্রেপ্রেনিয়রশীপ আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন যে টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে অনেক সুযোগ তৈরি করে।
স্টাটাস কো ভেঙ্গে দেয়। হেডলেস সিএমএসের এই উত্থানের সাথে অনেক গুলো কি ফ্যাক্টর জড়িত। ফ্রণ্ডহেন্ড ডেভেলপমেন্ট টুলস, জাভাস্ক্রিপ্ট লাইব্রি ( ভিও, রিয়েক্ট, এঙ্গুলারজেস ইত্যাদি), গ্রাফকিউএল ভিত্তিক এপাই ডেভেলপমেন্ট, স্ট্রাটিক সাইট ডেভেপমেন্ট ফ্রেমওয়ার্ক অনেক কিছু নতুন করে তৈরি করার সুযোগ করে দিয়েছে।
একদল টেক এন্ট্রেপ্রেনিয়র এখানে ইনোভেশন দেখিয়েছে। তারা নতুন টুলস তৈরি করেছে। তাদের পরের লেভেল এণ্ট্রেপ্রেনিয়ররা সেই টুলস ভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট বানাবে/বানাচ্ছে । এর পরের লেভেলের এন্ট্রেপ্রেনিয়ররা সেই প্রোডাক্ট দিয়ে ক্লায়েণ্টের জন্য সলুয়ূশন তৈরি করবে। আরেক ধরনের এন্ট্রেপ্রেনিয়র/প্রফেশনাল এই বানিয়ে দেয়া সলুয়ূশন টেক কেয়ার করবে, মেইনন্টেইনেন্স করবে।
এই সাইকেলের আমরা কোন স্ট্রেজে থাকবো বা আছি? ফ্রিল্যান্স, সার্ভিস, প্রোডাক্ট আর ইনফ্রাকস্ট্রাকচার ভিত্তিক হেডলেস সিএমএস যে পরিবর্তন শুরু করেছে সেই খানে ভালো অবস্থানে যেতে আমাদের অনেক কিছু করার আছে। এট লিস্ট একটা স্ট্রাটেজিক প্লান।
এন্ট্রেপ্রেনিয়রদের দরকার তথ্য। তার জন্য দরকার আলোচনা, ওয়ার্কসপ, সেমিনার ইত্যাদি। অন্যদিকে প্রফেশনালদের দরকার ট্রেনিং, আপস্কিলিং বা রিস্কিলিং। সরকারী যে ট্রেনিং গুলো হয়, এসোশিয়েশন যে ট্রেনিং করায়, কমার্শিয়াল যে ট্রেনিং গুলো হয় সেই গুলোতে কি ভাবে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সব কিছু সাজানো যায় তা দেখা উচিত।