আউটসোর্স বিজনেস কিভাবে শুরু করবে এমন প্রশ্নের উত্তর। আগে বলেছিলাম যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়। ফ্রেমওয়ার্ক মানে একটা সিস্টেমেটিক গাইডলাইন। এই ফ্রেমওয়ার্কই ওয়ান এন্ড অনলি মেথড না। বাংলাদেশে যারা ভালো করেছে অধিকাংশই এমন একটা স্টেপ হয়তো নিছিলো যা তার জন্য কাজে লাগছে। ঐ স্টেপটা অন্যদের জন্য প্রযোজ্য নাও হতে পারে। মানে রিপিটেবল না। ফ্রেমওয়ার্ক হলো এমন কিছু স্টান্ডার্ড স্টেপ যা সব নতুনরাই অনুসরণ করতে পারবে। একটা উদাহরণ দেই।
ফ্রি রিসোর্স মেথডঃ
আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন তা যদি ঠিক কি হবে না জানেন তাহলে এমন কিছু চুজ করুন যেখানে আপনি ফ্রি রিসোর্স তৈরি করতে পারেন- টেম্পলেট, প্লাগিন ইত্যাদি বিজনেস এই ভাবেই সবাই শুরু করে। টেমপ্লেট বা প্লাগিন ছাড়াও অনেক বিজনেস আছে যে গুলোতে ফ্রি রিসোর্স, ফ্রি গিভ ওয়ে বা ফ্রি ডাউনলোডাবলস আপনি তৈরি করতে পারেন।
ডিমান্ড আছে এমন কিছু খুজে পেলে আপনি যদি এমন ফ্রি গিভওয়ে/ ডাউনলোডেবল কিছু তৈরি করে তা প্রচার করতে পারেন তাহলে আপনি এটেনশন পাবেন, অনেকে আপনার সম্পর্কে জানবে।
এদের অনেক আপনার কাছ থেকে প্রিমিয়াম ভার্সন কিনবে। সফটওয়্যার হলে এমন কিছু তৈরি করে শুরু করা যায় যার ফ্রি/ট্রায়ল অফার আপনি দিবেন। অন্য দিকে কেবল সার্ভিস সেল করলেও ফ্রি প্রোডাক্ট তৈরি করে সহজেই বিজনেস তৈরি করা যাবে। ফ্রি রিসোর্স মেথড আমার মতে পেইড মেথড থেকে ১০০ গুন বেটার। এই সব আমার অবজারবেশন। আমি শিউর ৫+ বছর অনলাইনে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা সহজেই বুঝবে আমি কি বুঝাতে চেয়েছি। নিজে ১০০+ টিমে মেম্বারদের বিজনেস তৈরি করি নাই ঠিকি বাট রিসার্স করছি কি কাজ করে আর কি করে না সেটা বের করার জন্য।
কম্পিটিটর মেথডঃ
এমন ৫টা কোম্পানীর ওয়েব সাইট বের করুন যে গুলোর মতো আপনি হতে চান। এদের ওয়েব সাইট এনালাইজ করুন। সার্ভিস/প্রোডাক্ট পেইজ গুলো এনালাইস করুন। এরপর semrush.com এ গিয়ে ট্রাফিক সোর্স এনালাইসিস করুন। পেইড ট্রাফিক এবং ফ্রি ট্রাফিক। পেইড ট্রাফিক এর জন্য কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেই গুল দেখুন।
ফ্রি ট্রাফিক এর জন্য কিওয়ার্ড গুলো দেখুন। এরপর নিজের জন্য একটা স্ট্রাটেজি তৈরি করে নিন। ভালো হয় কোন এক্সপার্টের সাহায্য নিলে।
খুব সহজেই আপনি খরচ কি হবে এটাও বের করতে পারবেন। ব্রেক ইভেনে যেতে আপনার কতজন ক্লায়েন্ট লাগবে সেটাও বের করতে পারবেন।