বাংলাদেশের আইসিটি ইন্ড্রাস্ট্রি কেমন করছে? এই নিয়ে কোন রিসার্স বা গবেষনা হয় না। আবার কোন রিপোর্টও বের হয় না। কিভাবে বুঝবেন তাহলে?
তথ্যের কিছু অলটারনেটিভ উৎস আছে। আইসিটি এওয়ার্ড গুলো দেখলে একটা ধারনা পাওয়া যাবে। কি ধরনের প্রজেক্ট গুলো আসলে এওয়ার্ড পেলো। চ্যাম্পিয়ন যারা হলো তারাই ইন্ড্রেরিকেটলি বলে দিবে যে বাংলাদেশের অবস্থানটা কেমন।
দ্বিতীয় আরেকটা উৎস হলো প্রফেশনালরা যে ধরনের প্রোগ্রাম আয়োজন করে সেখানে আলোচনার টপিক গুলো কোন লেভেলের। সেখানে স্পিকারদের প্রোফাইল কেমন। তৃতীয় উৎস হলো মেলা গুলো। সেখানে কি ধরনের কোম্পানী কি ধরনের প্রজেক্ট নিয়ে অংশগ্রহন করে।
এরপর দরকার হবে এনালাইসিস। আমরা যে যায়গায় যেতে চাই, সেই যায়গায় যে দেশ গুলো আছে সেই গুলোর একই ধরনের তথ্য গুলো নিয়ে বিশ্লেষন করলে বুঝতে পাবেন আমাদের লেভেল কোথায়।