Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

আইসিটি ইন্ড্রাস্ট্রি নিয়ে এক ইয়াং এন্ট্রেপ্রেনিয়রের মূল্যায়ন

আগস্ট 24, 2020 by আবুল কাশেম

কিছুদিন আগে চট্রগ্রামে ঢাকা থেকে আসা ইয়াং এক এন্ট্রেপ্রেনিয়রের সাথে আইসিটি ইন্ড্রাস্ট্রি নিয়ে অনেক কথা হলো। সে অনেক ইয়াং। এই বয়সে বেশ ভালো একটা বিজনেস তৈরি করেছে।

সে আমার খুব কাছের একজন। চট্রগ্রামে আসলেই কল দেয়। দেখা করে।

ও আমাকে বললো ভাইয়া আইসিটি ইন্ড্রাস্ট্রি নিয়ে আমি খুব হতাশ। কারন জিজ্ঞেস করতেই বললো সামনে ভালো করতে পারবো এই রকম কিছু দেখছি না।

আমি তখন তাকে বললাম আমি চট্রগ্রামে থাকি। এখানে যে এন্ট্রেপ্রেনিয়রা আছে তাদের সাথে আমার যোগাযোগ নাই। কথাবার্তা হয় না। আপনারাতো অনেকের সাথেই মেশেন। অনেককেই চেনেন। ঢাকায় অনেক এন্ট্রেপ্রেনিয়র। তো আপনি একটা মানুষের কথা বলতে পারেন যে সবার কথা ভাবে? নিজের আগে অন্যকে রাখে?

সে বললো আমি এই রকম কাউকেই দেখি নাই। সবাই মার্কেট নস্ট করাতেই ব্যস্ত।

আপওয়ার্কে প্রোগ্রামিং রিলেটেড পোস্টে ১০০ জনের এপ্লিকেশনে রিভিও করে দেখলাম ৭০০কে, ৪০০কে, ২০০ কে, ২ মিলিয়ন, ৪ মিলিয়ন আয় করছে এমন প্রচুর কোম্পানী আছে। ১০ কে ,৫০ কে, ৮০ কে এই সব খুবই নরমাল তাই তাদের কথা বাদ দিলাম।

এই যে আমাদের দেশের কোম্পাণী গুলো স্ট্রাগল করছে তার কারন হলো সবাই সম্মিলিত ভাবে কাজ করার কোয়ালিটির অভাবে ভুগছে। অতি স্বার্থপর এটিচিউটই এই পেছনে পরে থাকার কারন।

কিভাবে?

বাড়ী আপনি করবেন বুঝলাম? রাস্তাঘাট করতে পারবেন? ডেনেজ সিস্টেম ইত্যাদি?

বাড়ী আপনি নিজে করবেন ঠিক আছে। বাট এমন অনেক বিষয় আছে সেটা সম্মিলিত ভাবেই করতে হয়। এই যে নিজের ইন্টারেস্ট সম্মিলিত ভাবে কাজ করার মধ্যে নিহিত এটাই বুঝার ক্ষমতা, ইচ্ছা ও মানষিকতা আমাদের জিনে নাই।

আইসিটি ইণ্ড্রাস্ট্রি সমস্যা সমাধান একা করার বিষয় না। সো আশাব্যাঞ্জক হওয়ার মত খুব ভালো কিছু ঘটবে না।

উপরে যাদের আয় দেখালাম এরা আয় করতে পারছে এই কারনে না যে তারা স্পেশাল। তারা সবাই আয় করেছে তাদের দেশের টেলেন্ট, স্কিল ইউটিলাইজ করেই। আমাদের দেশে টেলেন্ট আর স্কিল নাই সো আমরাও বাজারে নাই।

Filed Under: আইসিটি ইন্ড্রাস্ট্রি

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter