আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যে সমস্থ কোর্স হয় ধরুন প্রোগ্রামিং, এসইও, গ্রাফিক্স এই সব কোর্সে যারা অংশগ্রহণ করে তাদের ৫ ভাগের ১ ভাগও সফল হয় না। এর অনেক গুলো কারণ আছে। যেমনঃ
- স্যাটুরেটেড মার্কেট
- পাঠদান পদ্ধতি
- কোর্স আউটলাইন
- প্রশিক্ষকের অভিজ্ঞতা ও জ্ঞান
- অংশগ্রহণকারীদের কমিটমেন্টের অভাব
- কোর্স শেষে কাজ,জব কিংবা ক্লায়েন্ট খুঁজে না পাওয়া কিংবা তার জন্য পরিকল্পনা না থাকা
শেষের কারনটা আমার কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। অনেকে খুব ভালো করে শিখে। এবং ভালো ভাবে কাজ করতে পারেও। শেখার পর কি করতে হবে এই বিষয়টা তাদের কাছে পরিস্কার থাকে না। স্কিলের মনেটাইজেশন স্কোপ সম্পর্কে পরিস্কার একটা ধারনা তৈরি শুরুতেই করতে হবে। এই কাজটা খুবই দক্ষতার সাথে করতে পারলে সাফল্যের হারই বেশি হবে।অংশগ্রহণকারীদের নিজেদের একটা ব্লুপ্রিন্ট থাকতে হবে। আর থাকলে তারা লক্ষ্যে পৌঁছাবে।
গুপ্তধন নিয়ে অনেক সিনেমা বা গল্প আছে। দেখবেন যার কাছে গুপ্তধনে পৌঁছানোর ম্যাপকে ক্রেন্দ্র করেই অনেক কিছু থাকে। ম্যাপ থাকলে যাত্রা যত বিপদসংকুল আর দূরহ হউক অভিযাত্রী সেখানে পৌছে যায়। আসলে যেকোন যাত্রাই গন্তবে পৌঁছানোর পরিকল্পনাই প্রধান। প্লেন বলুন, বাস বলুন, সাইকেলে বলুন এক যায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রাইমারি রিকোয়ারমেন্ট হলো রোডম্যাপ। ট্রেনিং হলো একটা গন্তব্য পৌঁছানোর মত।
- অপশন গুলো কি
- কি লাগবে সেখানে
- বায়ার কারা
- কম্পিটিশন কি
- কম্পিটেটরদের মধ্যে টপে কারা আছে
এই ধরনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রত্যেকের একটা রোডম্যাপ শুরুতেই করে ফেলা উচিৎ। এতে করে প্রত্যেকের অবচেতন মনে একটা ডিরেকশন তৈরি হবে। আর এই ব্লুপ্রিন্ট ফলো করে গন্তব্যে পৌছে যাবে।
মাস্টারিং লিঙ্ক বিল্ডিং কোর্সে শুরুতেই এই কাজটা আমরা করে নিবও।
যারা ইতিমধ্যে ওয়েটলিস্টে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ। যারা করেনি এসইও ভিত্তিক ক্যারিয়ার/ব্যবসা তৈরির ইচ্ছা থাকলে রেজিস্ট্রার করে রাখুন।
অনেক ভালো কিছু দেয়ার প্রত্যয় আমাদের আছে। ইনশাল্লাহ ভালো কিছুই হবে।
https://www.prayogik.com/link-building-course-waiting/
সোর্সঃ ফেসবুক পোস্ট