২০১০ সালের পরে আমার সাফল্য অন্যদের তুলনায় কিছুই না। নিজের কথা প্রয়োজন ছাড়া বলতেও ভালো লাগে না। সাবের ভাই বার বার বলতেছিলো যে আপনার কথাগুলো অনেককে হয়তো সাহায্য করতে পারে। এই যুক্তিটা জোড়ালো মনে হলো। তাছাড়া সাবের ভাইয়ের বিতর্ক নিয়ে নানারকম উদ্যোগ আমার ভালো লাগে। তাই উনাকে না বললে উনি হয়তো মন খারাপ করবে তাই রাজি হলাম।
- এলোমেলো ভাবে বলেছি
- আমার শুরু কথা
- ব্যর্থতার কথা
- বর্তমানের কথা
- ভবিষ্যতের কথা
- চট্রগ্রাম থেকে আইসিটি বিজনেস করার সমস্যার কথা
এছাড়া নতুনদের জন্য আছে কিছু পরামর্শ। লম্বা ভিডিও, সব শুনতে না চাইলে শেষের ৫ মিনিট শুনতে পারেন। ঐ অংশেই আসলে নতুনদের জন্য কিছু পরামর্শ আছে।