Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

৫ বিলিয়ন ডলার আইটি সার্ভিস রপ্তানী করা ইউক্রেনের সাথে আমাদের তুলনা

আগস্ট 24, 2020 by Abul Kashem

আইটি কোম্পানি গুলোর সম্পর্কে জানে আর খোজ খবর রাখে এমন দুইজনের সাথে কথা বলে দুই রকম তথ্য পেলাম। একজনের মতে ঢাকায় প্রোগ্রামার সংখ্যা ২৫ হাজার হবে আর আরেকজনের মতে ৫ হাজারের কাছাকাছি হবে। ঢাকায় ২৫ হাজার হউক আর ৫ হাজার হউক ঢাকার বাইরে ডেভেলপারদের সংখ্যা খুবই কম। চটগ্রামে ১০০০ আছে কিনা আমার সন্দেহ আছে।

ইউক্রেনেও আসলে তাদের মেজরিটি সংখ্যক ডেভেলপার রাজধানী কেইবেই থাকে। কিন্তু অন্য শহর যেমন খারকিক, লিভিভ, নিপ্রো, অডেশায় বেশ ভালো পরিমানে ডেভেলপার রয়েছে।

ডেভলপারদের সংখ্যাঃ

  • কেইব – ৭০ হাজার (প্রায়)
  • খারকিক -২৪ হাজার ( প্রায়)
  • লিভিভ- ২০ হাজার ( প্রায়)
  • নিপ্রো – ১২ হাজার ( প্রায়)
  • অডেসা – ১০ হাজার ( প্রায়)

কেইবেঃ

  • ৫২+ সফটওয়্যার ফার্ম আছে যাদের ৮০+ এমপ্লোয়ী আছে
  • ৫২+ ইন্টারন্যশানাল আরএনডি অফিস আছে
  • ৩৮ উনিভার্সিটি আছে যেখানে টেকনলোজি পড়ানো হয়

ঢাকা কোন যায়গায় পিছিয়ে আছে নিশ্চয় বুঝা যাচ্ছে। ঢাকার ডেভেলপারদের সংখ্যা যদি ২৫ হাজার হয় তাহলে আমরা ৪৫ হাজার কমে আছি। মনে হয় না তেমন কোন ইন্টারন্যাশাল আরএনডি অফিস আমাদের এখানে আছে। ইউনিভার্সিটি মনে তাদের চেয়ে আমাদের বেশি আছে।

এরপরের বিষয়টা হলো উইক্রেন মানে কেইব না। অন্য শহর আছে। বাংলাদেশ মানে ঢাকা। এখানে আমরা বেশ ব্যাকফুটে আছি।

ভাইটাল ডিফ্রেন্স হচ্ছে কোয়ালিটিতে ।

সোর্সঃ ফেসবুক পোস্ট

Filed Under: আইসিটি ইন্ড্রাস্ট্রি

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter