আইটি কোম্পানি গুলোর সম্পর্কে জানে আর খোজ খবর রাখে এমন দুইজনের সাথে কথা বলে দুই রকম তথ্য পেলাম। একজনের মতে ঢাকায় প্রোগ্রামার সংখ্যা ২৫ হাজার হবে আর আরেকজনের মতে ৫ হাজারের কাছাকাছি হবে। ঢাকায় ২৫ হাজার হউক আর ৫ হাজার হউক ঢাকার বাইরে ডেভেলপারদের সংখ্যা খুবই কম। চটগ্রামে ১০০০ আছে কিনা আমার সন্দেহ আছে।
ইউক্রেনেও আসলে তাদের মেজরিটি সংখ্যক ডেভেলপার রাজধানী কেইবেই থাকে। কিন্তু অন্য শহর যেমন খারকিক, লিভিভ, নিপ্রো, অডেশায় বেশ ভালো পরিমানে ডেভেলপার রয়েছে।
ডেভলপারদের সংখ্যাঃ
- কেইব – ৭০ হাজার (প্রায়)
- খারকিক -২৪ হাজার ( প্রায়)
- লিভিভ- ২০ হাজার ( প্রায়)
- নিপ্রো – ১২ হাজার ( প্রায়)
- অডেসা – ১০ হাজার ( প্রায়)
কেইবেঃ
- ৫২+ সফটওয়্যার ফার্ম আছে যাদের ৮০+ এমপ্লোয়ী আছে
- ৫২+ ইন্টারন্যশানাল আরএনডি অফিস আছে
- ৩৮ উনিভার্সিটি আছে যেখানে টেকনলোজি পড়ানো হয়
ঢাকা কোন যায়গায় পিছিয়ে আছে নিশ্চয় বুঝা যাচ্ছে। ঢাকার ডেভেলপারদের সংখ্যা যদি ২৫ হাজার হয় তাহলে আমরা ৪৫ হাজার কমে আছি। মনে হয় না তেমন কোন ইন্টারন্যাশাল আরএনডি অফিস আমাদের এখানে আছে। ইউনিভার্সিটি মনে তাদের চেয়ে আমাদের বেশি আছে।
এরপরের বিষয়টা হলো উইক্রেন মানে কেইব না। অন্য শহর আছে। বাংলাদেশ মানে ঢাকা। এখানে আমরা বেশ ব্যাকফুটে আছি।
ভাইটাল ডিফ্রেন্স হচ্ছে কোয়ালিটিতে ।
সোর্সঃ ফেসবুক পোস্ট