ইউক্রেনের আইটি এসোশিয়নের মতে ২০১৯ সালের ইউক্রেনের আইটি এক্সপোর্ট বেড়েছে ৩০. ২ % । এক্সপোটের পরিমান ছিল চার দশমিক এক সাত বিলিয়ন ডলার ( ৪ .১৭ )। আমরা যদি এদের সাফল্যের কারন রিসার্স করি খুবই সহজেই কিছু কারন পাবো যেইগুলোর অনেক কিছুই আমরা অনুসরণ করতে পারি আর স্কাইস্ক্রেপার টেকনিকের মতো ৫ গুন ভালো করে তাদের চেয়ে ভালো আয় করে পারি।
আইটি এক্সপোর্ট মানে আইটি প্রফেশনালদের সার্ভিস রপ্তানী। কেমন আইটি এক্সপার্ট, তাদের একপার্টাইজ কি, তারা কি ধরনের সার্ভিস দেয়, তাদের সংখ্যা কত, আইটী এক্সপার্টদের সংখ্যা কত, আইটী কোম্পানি গুলো কাদের কাজ করে, তাদের মার্কেটিং স্ট্রটেজি কেমন, তারা ওয়েব এই সব উত্তর খুজলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আমাদের সাথে তাদের পার্থক্য কোথায়।
আমি আমার মত করে উপরের প্রশ্ন গুলোর উত্তর খুঁজার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করবো। আমি যে গত ২০ বছরের আইসিটী লিডারশীপ নিয়ে বিশেষ করে আউটসোর্সিং মার্কেট নিয়ে বাংলাদেশ থেকে যে চেষ্টা করা হয়েছে তার স্টাডির কথা বলেছিলাম তার কিছু কিছু কারন আশা করি এই লেখাগুলোতে খুঁজে পাবেন।
সোর্সঃ ফেসবুক পোস্ট