এসইও হউক আর প্রোগ্রামিং হউক আর ডিজাইন হউক কিংবা ব্যবসা যাই হউক ঐ সংক্রান্ত টুলস, সফটওয়্যার সম্পর্কে না জানা আর সেই গুলো দক্ষতার সাথে ব্যবহার করতে না পারা প্রফেশনাল কিংবা বিজনেসে লাইফে সাফল্যে না পাওয়া কিংবা অন্যদের থেকে পিছিয়ে পড়ার অন্যতাম কারন। অনেক ক্ষেত্রে একেবারে অচলই বলা যায়। আবার অনেক সময় এই সব টুলস/সফটওয়্যার/প্লাটফরম এক্সপার্টাইজও একটা স্পেশালাইজেশন। চোখের সামনেই সব উদাহরণ। ধরুন প্রোগ্রামার। একটা জেনেরাল ব্যাপার। পিএইচপি একটা স্পেহাপাইসজড ল্যাঙ্গুয়েজ। আবার লারাভেল একটা আলাদা স্পেশালাইজড ফ্রেমওয়ার্ক। আমাজন একটা মার্কেটপ্লেস। এখানে ইনভেন্টরি ম্যানেজ কররতে পারা কিংবা প্রোডাক্ট পেইজ র্যাঙ্কিং করতে পারা একটা দক্ষতা। আপনারা নিশ্চয় পয়েন্টটা ধরতে পেরেছেন।
এসইও/ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে হলে অবশ্যয় এই রিলেটেড সফটওয়্যার ও টুলস গুলো সম্পর্কে জানা প্লাস সেই গুলো ইন্টেলিজেন্টলি ব্যবহার করতে জানাটা খুবই গুরুত্বপুর্ণ ছিল। আমার মতে এই কারনে শুরুতেই ম্যানুয়েল এসইও যারা করতো তারা ঝরে পড়েছে। প্লাস নতুন নতুন যে সুযোগ তৈরি হয়েছিলো তা গ্রহণ করতে পারে নি।
ভালো করার জন্য টুলস ও টেকনোলজী জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সুযোগ আছে। ভবিষ্যতেও থাকবে। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক ভালো করার সম্ভাবনা নস্ট করাটা এফোর্ড করবেন এটা আশা করি আপনি নিজেই মেনে নিবেন না।