১২ বছর আগে মনে হয় বিডি জবসে কনটেন্ট রাইটার হায়ার করার জন্য এড দিছিলাম। তখন কনটেণ্ট রাইটিং সম্পর্কে জব সিকারদের তেমন জানা ছিলো না। এমন কি বিডিজবস কোন ক্যাটগরিতে জবটা পোস্ট করবে সেটা নিয়ে ফোনে আলোচনা করতে হয়েছে। রেসপন্স ছিলো না তাই আর চেস্টা করি নাই হায়ার করতে।
এখন প্রচুর কনটেণ্ট রাইটার বাংলাদেশে তাই আমরা চেস্টা করছি একটা টিম তৈরি করতে। প্রায় ৪০/৫০ জন শর্ট লিস্ট করার পর ফোন ইন্টারভিওয়ের পর, গুগল মিট ইন্টারভিওয়ের পর যাদের আমরা পরবতী পেইজের জন্য নিয়েছিলাম তাদের কারো কারো রাইটিং এক্সপেরিয়েন্স থাকলেও অনেকের ছিলো না। ইংরেজীতে সবাই ভালো।
এট লিস্ট সবাই লিখতে পারে। ওয়েব রাইটিং একটা স্পেশাল বিষয়। আমাদের রিকোয়ারমেন্টটা ক্লিয়ারলি বুঝানোর জন্য আমি একটা ইনফো সেশন করেছিলাম। ঐ সেশনে যা ব্রিফ করা হইছে সবাইকে তাই নিয়ে একটা লিখা সাবমিট করতে বলা হয়েছিলো।
এর মধ্যে ২০ জনের কাছাকাছি এপ্লিকেন্ট এসাইনমেণ্ট সাবমিট করেছে। দেখাগেলো একেকজন একেকটা বিষয় হাইলাইটস করেছে। সবার সব কিছুই বুঝার প্রয়োজন আছে।
গর্ডনের স্ট্রাটেজি নিলাম। গর্ডন হলো আমার এমবিএ ক্লাসের ক্যানাডিয়ান প্রফেসর। আমি আসলে এক সেমিস্টারই করে ড্রপড। গর্ডনের স্ট্রাটেজি হলো গ্রুপ প্রজেক্ট আর এসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের মাধ্যমে শেখানো। সে সারাদিন লেকচারের পক্ষে না। পরীক্ষাও নেয় না।
কোর্সের একটা অভারভিও লেকচার দিবে কয়েকদিন। এরপর সবাইকে এসাইনমেন্ট দিবে। সাথে রেফারেন্স লিঙ্ক দিয়ে দিবে। কোথায় ইনফরমেশন পাবে সেটা। অধিকাংশ ক্ষেত্রে সেটা হতো ওয়েবসাইট লিঙ্ক। এসাইনমেন্ট করতে গিয়ে সবাইকেই পড়তে হইতো। বুঝতে হইতো।
এসাইনমেন্টের পর দিতো গ্রুপ প্রজেক্ট, কেইস স্টাডি। সবাই নিজেদের মধ্যে আলোচনা করে শিখে নিতো। প্রজেক্ট তৈরি করতো। প্রত্যেকটা গ্রুপ তাদের প্রেজেন্টেশন দিতে হতো। টপিক ভাগ করে দিতো। এতে করে কোর্সের সব বিষয় গুলো উঠে আসতো।
প্রেজেন্টেশন সবাই মনোযোগ দিয়ে দেখতো। শেখার চেস্টা করতো। প্রশ্ন করতো। সবাই আসলে সবাইকে এভাবেই পুরো কোর্সটা শিখিয়ে দিলো। কেউই টেরও পাইলো না যে কিভাবে শিখলো।
গর্ডনের থিওরিতে আমি সবাইকে প্রেজেন্টেশন দিতে বললাম। আজ প্রায় বিশ জনই প্রেজেন্টেশন দিলো। এতে করে সবাই সবাইকে সব বিষয় শেখালো। চাকরীর ইন্টারভিও দিতে এসে যা শিখে গেছে তারা কোন কোর্স থেকেই সেটা শিখতো না।
আরেকটা এসাইনমেন্ট আর প্রেজেন্টেশন দিয়েছি। তারপর আরোও একটা দিবো। এরপর রিয়েল প্রজেক্ট। একজনের প্রজেক্টের মুল্যায়ন আরেকজন করবে। সেই ধাপটা তাদের সকল রকমের দূর্বলতা দূর করবে আর বেস্ট ওয়েতে রেডি হবে।
গর্ডনের শেখানোর পদ্ধতিটাই এমন যে কেউই টেরও পায় না যে একটা কোর্স চলছে।