Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

মার্কেট অপরচুনিটি

আগস্ট 21, 2020 by Abul Kashem

আগের পোস্টটা করার কারণ

আমি আসলে মার্কেট অপরচুনিটি যা দেখি তাঁর জন্য আমাদের এখানে যে চেষ্টা হচ্ছে সেটা প্রচুর হলেও যথাযথ ও সঠিক মনে করি না। সরকারী উদ্যোগ নিয়ে কথা বলার কিছু নাই। এটা আমার স্কোপের বাইরে। এমন অনেক কিছু আছে যেগুলোর জন্য আমি আসলে তাদের (সরকারকে) বরং ক্রেডিট দেই। সমস্যা হলো আইসিটী লিডারডের। তারা যে ডিরেকশনে লিড দেয়ার কথা সেটা দিতে পারে নাই।

আপনি খেয়াল করে দেখবেন তারা ম্যাক্সিমাম গদ টাইপের কথা বলে। খুব কম পাবেন যাদের আসলে মার্কেট ইনসাইট আছে। যারা আসলে অপরচুনিটী দেখতে পায়। যারা আসলে কম্পিটিশনটা বুঝে। যারা আসলে আমাদের স্ট্রেন্থটা কি হতে পারে তা বুঝে।

এই ইন্ড্রাস্ট্রির মুল উপাদানই হল হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স তৈরিতে গত ১০ বছরে আইসিটি লিডারদের মাস্টার স্টোক দেখি নাই। কেউই কোন কনচেপ্ট, পলিসি, স্ট্রাটেজি উপস্থাপন করতে পারে নাই।

আপনি এইসব কখন পারবেন? যখন আপনার সাবজেক্ট মেট্যার এক্সপাটাইজ আছে। আপনার ভিশন আছে আর আপনি ক্যারিশম্যাটিক। এইসব দরকার কারন আইসিটি ইন্ড্রাস্ট্রিতে আমরা অনেকর পেছন থেকে শুরু করেছি। তাদের আগে যেতে হলে তাদের চেয়ে বেটার আর আর আনকনভেনশনাল স্ট্রাটেজি তৈরি করার ক্ষমতা লাগবেই।

আমাদের একটা এসোশিয়েশন আছে। তারা কি আসলে জানে আমাদের মার্কেট কোথায়? তারা কি গত ১০ বছরে আউটসোর্সিং ইন্ড্রাস্ট্রিতে কোম্পানি গুলোকে নিয়ে যেতে কোন ভূমিকা রাখতে পেরেছে? এই স্টাডিটা করা দরকার। 🙂

সোর্সঃ ফেসবুক পোস্ট

Filed Under: ব্যাবসা

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • ডিজিটাল মার্কেটিং বিজনেস
  • ফাইবারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে ব্যাক্তিগত এনালাইসিস
  • অভারসাবস্ক্রাইব বিজনেস -১২ (ক্যাম্পেইন ড্রিবেন এন্ট্রারপ্রাইজ)
  • স্কিলের তিন লেভেল – ওকে, গুড আর গ্রেট
  • গর্ডনের শেখানোর পদ্ধতিটাই এমন যে কেউই টেরও পায় না যে একটা কোর্স চলছে

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter