Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

ফাইবারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে ব্যাক্তিগত এনালাইসিস

জানুয়ারী 19, 2021 by Abul Kashem

বাংলাদেশে নতুন ফ্রিল্যান্সারদের কাছে ফাইবারই জনপ্রিয় মার্কেটপ্লেস। যারাই এখন ট্রেনিং করায় তারা ফাইবারকেই টার্গেট করে। ফাইবারে আমাদের দেশের ফ্রিল্যান্সারেরা কি করছে সেটা বুঝার জন্য ডিজিটাল মার্কেটিং ক্যাটিগরিতে গিয়ে কিছু রিসার্স করলাম।

কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। প্রায় সব ক্যাটাগরিতে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সংখ্যা অন্যদের তুলনায় অনেক গুন বেশি। পাকিস্তানীদের সাথে বাংলাদেশীদের একটা মিল আছে। তারাও কিছু কিছু ক্যাটাগরিতে ইনসেনলি বেশি।

কিন্তু আউটসোর্সিং মার্কেটে সিনিয়র দুই দেশ ইন্ডিয়া আর ফিলিপাইনের কাছে ফাইবার অন্তত মোটেও আকর্ষনীয় নয়। কারন তাদের কাছে এর চেয়ে বেটার অপশন আছে। এই সব দেশে প্রচুর আউটসোর্সিং কোম্পানি আছে যেখানে প্রফেশনালরা অনেক বেটার রেটে কাজ করে আবার অনেক কোম্পানি সেখানে আলাদা করে নিজেদের অফিস খুলেছে। যেখানে জব করা ফ্রিল্যান্স মার্কেটে জব করার চেয়ে কয়েক গুণ বেটার।

ফ্রিল্যান্সারদের উচিত মার্কেট এনালাইসিস করা, মার্কেট ডিমান্ড বুঝা, স্কিল আপগ্রেড করা। নতুন কোন কোর্স করলে সেই গুলো মার্কেটের ডিমান্ডের সাথে ক্রস চেক করা। সর্বোপরি বেটার মার্কেটে কাজ করার জন্য শুরু থেকে প্রস্তুতি নেয়া।

Filed Under: আউটসোর্সিং

ইউক্রেনের আইটি এক্সপোট ৪ .১৭ বিলিয়ন ডলার

আগস্ট 22, 2020 by Abul Kashem

#রিসার্চ #আইটিআউটসোর্সিং

ইউক্রেনের আইটি এসোশিয়নের মতে ২০১৯ সালের ইউক্রেনের আইটি এক্সপোর্ট বেড়েছে ৩০. ২ % । এক্সপোটের পরিমান ছিল চার দশমিক এক সাত বিলিয়ন ডলার ( ৪ .১৭ )। আমরা যদি এদের সাফল্যের কারন রিসার্স করি খুবই সহজেই কিছু কারন পাবো যেইগুলোর অনেক কিছুই আমরা অনুসরণ করতে পারি আর স্কাইস্ক্রেপার টেকনিকের মতো ৫ গুন ভালো করে তাদের চেয়ে ভালো আয় করে পারি।

আইটি এক্সপোর্ট মানে আইটি প্রফেশনালদের সার্ভিস রপ্তানী। কেমন আইটি এক্সপার্ট, তাদের একপার্টাইজ কি, তারা কি ধরনের সার্ভিস দেয়, তাদের সংখ্যা কত, আইটী এক্সপার্টদের সংখ্যা কত, আইটী কোম্পানি গুলো কাদের কাজ করে, তাদের মার্কেটিং স্ট্রটেজি কেমন, তারা ওয়েব এই সব উত্তর খুজলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আমাদের সাথে তাদের পার্থক্য কোথায়।

আমি আমার মত করে উপরের প্রশ্ন গুলোর উত্তর খুঁজার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করবো। আমি যে গত ২০ বছরের আইসিটী লিডারশীপ নিয়ে বিশেষ করে আউটসোর্সিং মার্কেট নিয়ে বাংলাদেশ থেকে যে চেষ্টা করা হয়েছে তার স্টাডির কথা বলেছিলাম তার কিছু কিছু কারন আশা করি এই লেখাগুলোতে খুঁজে পাবেন।

সোর্সঃ ফেসবুক পোস্ট

Filed Under: আউটসোর্সিং

আমার কেন পেপ্যাল দরকার

ফেব্রুয়ারী 7, 2020 by আবুল কাশেম

পেপ্যাল কেন লাগবে এই বিষয়টা আমার ধারনা নীতিনির্ধারকদের কাছে সঠিক ভাবে পৌছাচ্ছে না। আমার ধারনা উনারা মনে করেন ফ্রিল্যান্সারদের টাকা আনতেই কেবল পেপ্যাল লাগবে। এটা খুব ভুল ধারনা। আসল বিষয়টা ভিন্ন। পেপ্যাল ছাড়া অনেক রকমের সমস্যা হয়।

পেপ্যাল নিয়ে একেক জন একেক ধরনের সমস্যা ফেস করেছে। যেমন কাল একজন আমাকে বলেছে ভাইয়া আমার একটা কোর্স কিনতে হচ্ছে কিন্তু আমি পারছি না আমার পেপ্যাল আছে এমন কারো সাহায্য লাগবে। কিছুদিন আগে আরেকজন একটা সফটওয়্যার কিনতে চাইলো, সেলার কেবল পেপ্যাল একসেপ্ট করে।

ব্যক্তিগত ভাবে ফেসকরা এই ধরনের স্টোরি গুলো জানতে চাচ্ছিলাম। প্রত্যেকটা স্টোরি একেকটা কারন পেপ্যাল কেন লাগবে।

সবগুলো লেখা একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। কাইন্ডলি কমেন্টে আপনার কেন পেপ্যাল লাগবে লিখুন।

Filed Under: আউটসোর্সিং

Next Page »

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • ডিজিটাল মার্কেটিং বিজনেস
  • ফাইবারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে ব্যাক্তিগত এনালাইসিস
  • অভারসাবস্ক্রাইব বিজনেস -১২ (ক্যাম্পেইন ড্রিবেন এন্ট্রারপ্রাইজ)
  • স্কিলের তিন লেভেল – ওকে, গুড আর গ্রেট
  • গর্ডনের শেখানোর পদ্ধতিটাই এমন যে কেউই টেরও পায় না যে একটা কোর্স চলছে

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter