বাংলাদেশে নতুন ফ্রিল্যান্সারদের কাছে ফাইবারই জনপ্রিয় মার্কেটপ্লেস। যারাই এখন ট্রেনিং করায় তারা ফাইবারকেই টার্গেট করে। ফাইবারে আমাদের দেশের ফ্রিল্যান্সারেরা কি করছে সেটা বুঝার জন্য ডিজিটাল মার্কেটিং ক্যাটিগরিতে গিয়ে কিছু রিসার্স করলাম।
কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। প্রায় সব ক্যাটাগরিতে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সংখ্যা অন্যদের তুলনায় অনেক গুন বেশি। পাকিস্তানীদের সাথে বাংলাদেশীদের একটা মিল আছে। তারাও কিছু কিছু ক্যাটাগরিতে ইনসেনলি বেশি।
কিন্তু আউটসোর্সিং মার্কেটে সিনিয়র দুই দেশ ইন্ডিয়া আর ফিলিপাইনের কাছে ফাইবার অন্তত মোটেও আকর্ষনীয় নয়। কারন তাদের কাছে এর চেয়ে বেটার অপশন আছে। এই সব দেশে প্রচুর আউটসোর্সিং কোম্পানি আছে যেখানে প্রফেশনালরা অনেক বেটার রেটে কাজ করে আবার অনেক কোম্পানি সেখানে আলাদা করে নিজেদের অফিস খুলেছে। যেখানে জব করা ফ্রিল্যান্স মার্কেটে জব করার চেয়ে কয়েক গুণ বেটার।
ফ্রিল্যান্সারদের উচিত মার্কেট এনালাইসিস করা, মার্কেট ডিমান্ড বুঝা, স্কিল আপগ্রেড করা। নতুন কোন কোর্স করলে সেই গুলো মার্কেটের ডিমান্ডের সাথে ক্রস চেক করা। সর্বোপরি বেটার মার্কেটে কাজ করার জন্য শুরু থেকে প্রস্তুতি নেয়া।