Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

ফিলিপাইন থেকে রাইটার হায়ার

ডিসেম্বর 13, 2019 by আবুল কাশেম

ফিলিপাইন আইটি আউটসোর্সিং করে বছরে ১৮ বিলিয়ন ডলার আয় করে তাদের হিউম্যান রিসোর্সের জন্য। এটা জানতাম। বাট ওদের একটা জব সাইটে একটা এড দিয়ে বুঝেছি যে তারা ঠিক কতটা ভালো। টু বি অনেস্ট বাংলাদেশ তার আশে পাশেও নাই। আর যে ভাবে এগুচ্ছে তাতে তাদের আশে পাশে যাওয়ার কোন চান্স দেখি না।

ফুলটাইম রাইটার হিসাবে ১২ জন এপ্লাই করছে এখন পর্যন্ত তার মধ্যে ৬ জনকেই টিমে নেয়া যাবে। বাকী যারা তাদেরও নেয়া যায়। বাকী ছয় জনের মানেরও যদি আমাদের এখানে প্রফেশনাল পাওয়া যাইতো তাহলে বুঝতাম ফিলিপাইনের আশেপাসে বাংলাদেশ যাইতে পারবে।

যারা এপ্লাই করে নাই তাদের কিছু সেম্পল দেখলাম জব সাইটের সিভির ডাটাবেইজ রিসার্স করে।যারা আছে তাদের টপ ১০% কে টপ যেকোনো প্রজেক্টের জন্য হায়ার করা যাবে। ইনফ্যাক্ট তারা ইউএসএ কোম্পানী গুলোর জন্য কাজ করে।

বাকী গুলো চাইলেই মিডোক্যায়ার প্রজেক্টের জন্য নেয়া যায়।

আরেক ভাবে এনালাইসিস করা যায়- স্কিলের বৈচিত্রতা। রাইটারদের মধ্যেও অনেক স্পেশালাইজেশন আছে। এরা প্রায় সব কিছুই পারে। লিড মেগনেট তৈরি, সেলস কপি, ই-ইমেল কপি, ওয়েব পেইজ, আর্টিকেল, নিউজলেটার, এড কপি, সোশ্যাল মিডিয়া কনটেণ্ট সহ সব রকমের।

আরেকটা ডাটা পয়েন্ট – এদের অধিকাংশই নিয়মিত ভাবেই ক্লায়েন্টের জন্য কাজ করে।

যে প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার নিয়েছিলো সেই গুলো এই স্কিল ঘাটতি গুলো দূর করার জন্যই নিয়েছিলো বলে ধারনা করি। কিন্তু একজেকিউশন আর ট্রেনিং কোম্পানী গুলোর বদৌলতে কিছু তো হয় নাই, উল্টা ক্ষতি হলো।

এই আরেক বাস্তবতা যার কারনে বাংলাদেশ আইটিতে কখনই সেই অর্থে এগুবে না। হাতে গোনা কয়েকজন এগুতে পারে। বাট কালেক্টভলি ইণ্ডিয়া, ইউক্রেন, ফিলিপাইন যেমন এগিয়েছে সেই রকম আগাবে না যদি এই ভাবেই চলতে থাকে।

Filed Under: আউটসোর্সিং

অনলাইনে ভালো করার শিষ্টাচার খুবই গুরুতপূর্ণ

ডিসেম্বর 13, 2019 by আবুল কাশেম

অনলাইনে ভালো করার জন্য একটা জিনিষ খেয়াল রাখবেন যে আপনাকে সমাজের অপেক্ষাকৃত শিক্ষিত মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। তাদের অধিকাংশই প্রাশ্চাত্যের। প্রাশ্চাত্যের মানুষ ন্যয় নীতি যাই হউক এদের আচার ব্যবহার অত্যান্ত সভ্য।

এরা আদাব-কায়দাকে অত্যান্ত গুরুত্ব দেয়। যেমন এরা কখনই গ্রেটিংস ছাড়া কনভারসেশন শুরু করে না। কথায় কথায় থ্যাঙ্কস দেয়। তার কারন আছে। আরেকটা কাজ করে সেটা হলো এরা খুবই রেসপেক্টফুল। এরা যে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলে। আপনারা যারা এখানে আছেন তারা অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য আছেন।

আমি অনুরোধ করবো প্রাশ্চাত্য সমাজের শিষ্টাচারকে দেখে নিবেন। মূল কথাটা ভিন্ন। প্রাশ্চাত্য কেন যে কোন সমাজেই এই এটিকুইটি আছে। আমাদের ভারত উপমহাদেশের কালচারে আছে। আমাদের ধর্মে আছে। এমনকি আহেমি জায়েলিয়াতের উত্তরাধিকারী আরব সমাজেও আছে।আরবরাও কথায় কথায় শুকরিয়া পড়ে, দোয়া করে।

বিষয় গুলো খেয়াল করবেন। ডেফিনিটলি কাজে লাগবে। অনলাইনে স্কিল প্রয়োজন হয় ৩০% আর বাকীটা সফট স্কিল। এটা সম্ভবত অফলাইনে আরো বেশি।

Filed Under: আউটসোর্সিং

« Previous Page

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • ডিজিটাল মার্কেটিং বিজনেস
  • ফাইবারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে ব্যাক্তিগত এনালাইসিস
  • অভারসাবস্ক্রাইব বিজনেস -১২ (ক্যাম্পেইন ড্রিবেন এন্ট্রারপ্রাইজ)
  • স্কিলের তিন লেভেল – ওকে, গুড আর গ্রেট
  • গর্ডনের শেখানোর পদ্ধতিটাই এমন যে কেউই টেরও পায় না যে একটা কোর্স চলছে

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter