একটা চালু ব্যবসায় কেন তাদের ক্যাপাসিটির চেয়ে কম সেল হয়? কেন কাস্টমার তাদের প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য লাইন ধরে বা অপেক্ষা করে না। তার চারটা কারন আছেঃ
১) তার প্রোডাক্ট/সার্ভিস অসাধারণ না
২) তার তেমন পরিচিতি নাই, তেমন কেউ তাকে চেনে না কিংবা ট্রাস্ট করে না
৩) ইফেক্টভলি টেকনোলজিকে ব্যবহার না করা
৪) তার কাছ থেকে কেনার জন্য কোন তাড়না তৈরি না

কুমিল্লার আসল মাতৃভান্ডার শহরের প্রাণকেন্দ্র মনোহরপুরে অবস্থিত। একেবারে সাদামাটা চাকচিক্যহীন দোকানটির বিক্রি শুরু হওয়ার সাথে সাথে ক্রেতার লাইন শুরু হয়ে যায়। ৩/৪ ঘন্টার মধ্যে বিক্রি শেষ। খেয়াল করে দেখুন
১) এদের প্রোডাক্ট অসাধারণ
২) তাদের সবাই চেনে, যথেষ্ট খ্যাতি আছে আর বিশ্বাস করে
৩) টেকনোলজীর দরকার হচ্ছে না যদিও তবে অন্যরা নানা মাধম্যেই এদের প্রচার করে
৪) নির্দিস্ট পরিমানের পন্যই প্রতিদিন বিক্রি করে। সবাই জানে সময় মতো না গেলে তারা কিনতে পারবে না। আরজেন্সি ঠিকই তৈরি করা আছে।
পরবত্তী পর্বঃ প্রোডাক্ট/সার্ভিসের কিছু উদাহরণ
বিঃদ্র – এনগেজমেণ্ট মানে লেখা অন্যদের কাছে আসছে আর তাদের কাছে ভালো লাগছে। এই টপিকে লেখা চালিয়ে যাবো কিনা সেটা নির্ভর করবে এঙ্গেজমেন্টের(শেয়ার, কমেন্ট, লাইকের) উপর। আগ্রহ না দেখলে অবশ্যয় কষ্ট করবো না। 🙂
সোর্সঃ ফেসবুক পোস্ট