কিভাবে নিজের মার্কেট তৈরি করা যায়
অভার সাপ্লাই একটা মার্কেটের উদাহরণ।
ইউএসএয়ের অভিনয় মার্কেট। স্ক্রিন একটরদের যে এসোশিয়েন আছে সেখানে তার সদস্য সংখ্যা আনুমানিক ৫ লক্ষ। এদের মধ্যে পাঁচ হাজারের মতো আছে যারা মিনিমাম ওয়েজের কাছাকাছি উপার্জন করে। প্রায় ৯০ শতাংশ অভিনয় শিল্পী যে পরিমান উপার্জন করে তা দিয়ে তাদের জীবন-যাপন করতে পারে না।
১ শতাংশের কাছাকাছি শিল্পী কিছু উপার্জন করে। ১০০০ কাছাকাছি অভিনয় শিল্পী বছরে ১০০০ ডলারের মতো উপার্জন করে। ইউকোনোমিক পয়েন্ট অব ভিউ থেকে চিন্তা করলে শিপ্লীদের বিশাল একটা সাপ্লাই আছে। তাই প্রডিউসাররা শিপ্লীদের বেশি টাকা দিতে চায় না।
কিন্তু এদের মধ্যেও এমন কিছু শিপ্লী আছে যারা একটা ছবির জন্য মিলিয়ন ডলার চার্জ করে। এমনকি এদের শিডিউল পেতে প্রযোজকরা লাইন ধরে। এই শিল্পীরা মার্কেট থেকে নিজেদের আলাদা করে নিজেদের মার্কেট তৈরি করেছে। তাদের ছবি লক্ষ লক্ষ মানুষ দেখে। তাদের ছবিতে থাকলে দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পরে।
জর্জ ক্লুনি
ব্রাড প্রিট
সান্ড্রা বুলক
জুলিয়া রবার্টস
এই রকম কিছু শিল্পী আছে যারা না থাকলে লক্ষ লক্ষ মানুষ ছবিই দেখে না। তাদের আয় মার্কেটের উপর নির্ভরশীল না। তাদের আয় তাদের মার্কেটর উপর নির্ভরশীল।
এপলের দাম ফোনের মার্কেটের উপর নির্ভর করে না। তাদের প্রডাক্ট সব সময় অভারস্ক্রাইবড। মানুষ তাদের প্রোডাক্ট কিনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে। তারা আলাদা করে তাদের মার্কেট তৈরি করেছে।

টরি বার্জের হ্যান্ড ব্যাগ আর জুতা মার্কেটের প্রাইজ দ্বারাও এফেক্টড না। রিসেশনের সময়েও তারা বিলিয়ন ডলার সেল করেছে যখন অন্য ফ্যাশন ব্রান্ড গুলো দেওলিয়া হয়ে গেছিলো। টরির ব্রান্ড অভারস্ক্রাইবড কারন সে নতুন একধরনের বায়ায়ের সাথে স্পেশাল রিলেশন তৈরি করেছে।
বুঝাই যাচ্ছে বিজেনেসের ইনকাম, সাফল্য আর ভবিষ্যত মার্কেটের উপর নির্ভরশীল। আমরা যদি মার্কেটে অন্যদের মতই নিজেকে পরিচালিত করি তাহলে মার্কেটের সাথে আমাদের প্রাইজ নিয়ে কম্পিটিশন করতে হবে।
সাফল্যর জন্য, ভালো আয়ের জন্য মার্কেট থেকে নিজেকে আলাদা করার কোন বিকল্প নাই।
বিঃদ্রঃ
১) আপনার মন্তব্য শুনতে চাই। ” চালিয়ে যান”, “এই রকম লেখা আরও চাই” এই ধরনের মন্তব্য নয়, এই লেখা আপনার ব্যবসা কিংবা প্রফেশনে কিভাবে সাহায্য করবে সেটা জানতে চাই। আপনার মন্তব্য পরের পর্ব গুলো লিখতে সাহায্য করবে।
২ ) বানান ভুল ইগনোর করবেন দয়া করে। ম্যাকে বাংলা লেখা খুব ঝামেলা।
সোর্সঃ ফেসবুক পোস্ট