অভারসাবস্ক্রাইব বিজনেস তৈরি একটা প্রসেস ও অনেক গুলো বিষয় জড়িত। আমরা পরিস্কার একটা ধারনা তৈরি করার পর্যায়ে আছি। একটা অভারসাবক্রাইব বিজনেসের অন্যতম শর্ত হলো বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি হওয়া। সেই রকম একটা মার্কেটে অসাধারণ ও হাই ভ্যালু প্রোডাক্ট/সার্ভিস থাকতে হবে। এমন একটা আইডিয়েল মার্কেটে কেবল মাত্র প্রুভেন প্রডাক্ট কাউকে অভারস্ক্রাইব করে দিবে না। থাকতে হবেঃ
১) ব্রান্ডিং
২) মার্কেটিং
৩) অসাম কাস্টোমার এক্সপেরিয়েন্স
গতানুগতিক ভাবে না, এই স্টেপ গুলো ভিন্ন ভাবে করলেই বিজনেস অভারস্ক্রাইব হবে।
প্লান হলো
মার্কেট তৈরি
প্রোডাক্ট
এই বিষয় গুলো নিয়ে আলোচনা শেষ হলেও আমরা পরের বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। আমার ওয়ালেই লেখা গুলো পাবলিশ হবে। কথা ছিলো একটা ওয়েবিনার করবো। একটায় হবে না। তাই প্লানটা চেঞ্জ করেছি। একাধিক ভিডিও করবো।
অভারস্ক্রাইব বিজনেস তৈরি এই বিষয়ে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করার ইচ্ছা আছে। সবাই আসলে একচেপ্টেড হবে না। কয়েকটা বিষয় থাকতে হবে। একটা হল নিজের জন্য ইনভেস্ট করার মানসিকতা থাকা ( খরচ ২০/৩০ হাজার ) ।
অনলাইন কার্যক্রম হবে না। এই নিয়ে পরিকল্পনা পরে জানাবো। বেসিক প্লানটা বলি – বছরে দুইবার দুই/তিন দিনের জন্য কোন জায়গায় যাওয়া ( যেমন কক্সবাজার/ গাজীপুর), দুই/তিন একে অপরের থেকে শেখা, চ্যালেঞ্জ নেয়া । আমার আগের পোস্টে রাসেলের মাস্টারমাইন্ড গ্রুপের একটা ডিডিও দেয়া আছে সেই রকম কিছু করা।
প্রশ্নঃ
১) নিয়মিত অথ্যাৎ প্রতিটি পর্ব পড়েছেন আর পরের সব গুলো পর্ব পড়ার জন্য অপেক্ষায় কে কে আছেন?
২) মাস্টারমাইন্ড গ্রুপে জয়েন করতে কে কে আগ্রহী।
সোর্সঃ ফেসবুক পোস্ট