সাইট তৈরির টেকনোলজি বিলিয়ন ডলার মার্কেট। এই মার্কেট নিয়মিত চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিলো সব কাস্টম সাইট তৈরি। প্রচুর ব্যয়বহুল ছিলো। আসলো ওপেন সোর্স সলিউশন। জুমলা আর ড্রুপাল সহ ২০/৩০ টা অপশন ছিলো সাইট তৈরির।
সেই সময় দেখতাম জুমলা কোম্পোনেণ্ট/থিম নিয়ে যারা মার্কেটে ছিলো তারা প্রচুর ব্যবসা করতো। আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগিন আর রিলেটেড যে সুযোগ তৈরি করেছিলো যারাই রাইট প্রোডাক্ট আর পজিশনিং করছে তারা অভাবনীয় গ্রো করছে।
এই সবই সাইট বিল্ডিং টেকনোলজি ভিত্তিক। সাইট বিল্ডিং টেকনোলজি নিয়ে যারা কাজ করবে তারা ব্যবসায়িক ভাবে ভালো করবেই। শুধু ভালো না প্রচুর ভালো করার সুযোগ। ওয়ার্ডপ্রেস যে ডমিনেট করতেছে সেটার চেঞ্জ শুরু হইছে অল্প কয়েক বছর ধরে বিশেষ করে জাভাস্ক্রিপ্টের উত্থানের কারনে।
এখনো ব্লগ ছাড়া অন্য যে কোন ধরনের সাইট তৈরি করার জন্য অধিকাংশের কাছে বেস্ট অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস। হেডলেস সিএমএস স্ট্রাপি, কনটেণ্টফুল কিংবা সেনিটি গেইমটা চেঞ্জ করে দিতেছে। মার্কেট চেঞ্জ হচ্ছে।
এই সলিউশন গুলো এখনো আর্লিস্টেজে আছে। মার্কেট যে দিকে যাবে সেই ভাবে যদি প্রোডাক্ট কিংবা সার্ভিস সেই ভাবে ডিজাইন করে তাহলে আমার ধারনা খুবই ভালো করবে।