Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

হেডলেস সিএমএস ও সাইট বিল্ডিগ্ন টেকনোলজির বিলিয়ন ডলারের মার্কেট

জুন 18, 2021 by আবুল কাশেম

সাইট তৈরির টেকনোলজি বিলিয়ন ডলার মার্কেট। এই মার্কেট নিয়মিত চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিলো সব কাস্টম সাইট তৈরি। প্রচুর ব্যয়বহুল ছিলো। আসলো ওপেন সোর্স সলিউশন। জুমলা আর ড্রুপাল সহ ২০/৩০ টা অপশন ছিলো সাইট তৈরির।

সেই সময় দেখতাম জুমলা কোম্পোনেণ্ট/থিম নিয়ে যারা মার্কেটে ছিলো তারা প্রচুর ব্যবসা করতো। আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগিন আর রিলেটেড যে সুযোগ তৈরি করেছিলো যারাই রাইট প্রোডাক্ট আর পজিশনিং করছে তারা অভাবনীয় গ্রো করছে।

এই সবই সাইট বিল্ডিং টেকনোলজি ভিত্তিক। সাইট বিল্ডিং টেকনোলজি নিয়ে যারা কাজ করবে তারা ব্যবসায়িক ভাবে ভালো করবেই। শুধু ভালো না প্রচুর ভালো করার সুযোগ। ওয়ার্ডপ্রেস যে ডমিনেট করতেছে সেটার চেঞ্জ শুরু হইছে অল্প কয়েক বছর ধরে বিশেষ করে জাভাস্ক্রিপ্টের উত্থানের কারনে।

এখনো ব্লগ ছাড়া অন্য যে কোন ধরনের সাইট তৈরি করার জন্য অধিকাংশের কাছে বেস্ট অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস। হেডলেস সিএমএস স্ট্রাপি, কনটেণ্টফুল কিংবা সেনিটি গেইমটা চেঞ্জ করে দিতেছে। মার্কেট চেঞ্জ হচ্ছে।

এই সলিউশন গুলো এখনো আর্লিস্টেজে আছে। মার্কেট যে দিকে যাবে সেই ভাবে যদি প্রোডাক্ট কিংবা সার্ভিস সেই ভাবে ডিজাইন করে তাহলে আমার ধারনা খুবই ভালো করবে।

Filed Under: অন্যান্য

নিশ সাইট বানাতে গিয়ে এসইও প্রফেশনালদের আয়ের ক্ষতি

জুন 18, 2021 by আবুল কাশেম

আমার পর্যবেক্ষন বলছে গত ৪-৫ বছর বাংলাদেশের বেশির ভাগ এসইও প্রফেশনাল সাইট বানানো নিয়ে মেতে ছিলো। খুব কমই তাদের স্কিল আপগ্রেড করছে। এতে বেশির ভাগই তাদের ইঙ্কাম হারিয়েছে। অনেকেই হয়তো মিড লেভেল এসইও এক্সপার্ট হতো। যাদের মাসিক ইঙ্কাম হাজার ডলারের উপরে হতো।

সাইট থেকে বছরে ১২ হাজার ডলার আয় করছে এই রকম সংখ্যা কতজন আছে?বাংলাদেশের প্রফেশানালদের যদি এভারেজ বাৎসরিক ইঙ্কাম ফ্রিল্যান্সিং শুরু করার পর এক/দুই বছরের পর বছরে ১২ থেকে ১৫ হাজার ডলার হয়, তাহলে খারাপ না।

২০ হাজার ডলার হলে ফাস্ট ক্লাস। ২০ হাজার ডলার বছরে মানে ১৫০০ ডলার মাসে। বিলো বা ক্লোজটু এভারেজ মানের টেলেন্টেড প্রফেশনালদের এই লেভেল ইঙ্কাম আউটসোর্সিং মার্কেট থেকে খুবই নরমাল। বাংলাদেশের একটা সংখ্যায় প্রফেশনাল আছে যারা এর চেয়ে বেশি ইঙ্কাম করে।

আমি অন্তত ৫০ টা স্কিল দেখাতে পারবো যেখানে সলিড কোর + সফট স্কিল নিয়ে এর চেয়ে ভালো করা যায়। পরিবেশ, মানষিকতা আর লক্ষ্য নাই। খালী আছে ইচ্ছা। ইচ্ছা দিয়ে তো আর চাঁদে যাওয়া যাবে না। তার জন্য নাসা লাগে

Filed Under: অন্যান্য

ডিজিটাল মার্কেটিং বিজনেস

জানুয়ারী 24, 2021 by Abul Kashem

ডিজিটাল মার্কেটিং বিজনেস,ডিজিটাল এজেন্সি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানী যে ধরনের বিজনেস হউক আমাদের এখানে অনেক গুলো হওয়া উচিত ছিলো। না হওয়ার অনেক কারন থাকতে পারে। তবে মূল কারন হলো মানষিকতা। এই মানষিকতা তৈরি হয় পরিবেশ থেকে।

আমাদের পরিবেশটা ঠিক বলে আমার মনে হয় না। অনেক বেশি সো অফ একটা কারন। ছোট ছোট এচিভম্যান্টে মানুষ সেলিব্রেট করবে এটা স্বাভাবিক। কিন্তু সেই সেলিব্রেশনকে মাউন্ট এভারেস্ট জয় হিসাবে উত্থাপন বিশাল সমস্যা।

যে যেখানে কাজ করে সেখানে যারা আছে তার তুলনায় একজন কি করেছে এটা গুরুত্বপূর্ণ। আশে পাশে এমন অনেককে দেখবেন যে খুব দেখিয়ে বেড়ায়। বলে বেড়ায়। এদের স্টান্ডার্ডকে যদি নিজের স্টান্ডার্ড বানায় ফেলেন তাহলে ভীষন সমস্যা।

আপনার স্টান্ডার্ড হবে সম্ভাবনার আর সুযোগের আপনি কতটুকু নিতে পারছেন সেটার উপর ভিত্তি করে। আপনার স্টান্ডার্ড হবে যারা সর্বোচ্চ স্তরে আছে তারা। অন্যভাবে যদি বলি আপনি যদি ফুটবল খেলেন তাহলে আপনার স্টান্ডার্ড হবে মেসি কিংবা রোনাল্ডো। পাড়ার যে ছেলে ওয়ারী/ফকিরাপুলে খেলে সে না।

আমাদের প্রফেশনালরা ভাবেই না যে একটা এজেন্সি করতে হবে। দেখে না যে একা অনেক কিছু করা যায় না। তাই অধিকাংশ কোম্পানী গুলো একাধিক ফাউণ্ডার নিয়ে করে।

লেভেল অব এওয়ারনেস বলে একটা বিষয় আছে। এই লেভেল অব এওয়ারনেসটা বাড়ায় না বলেই আরো ভালো কিছু করতে পারছে না।

যে লোক প্রতিমাসে ২৫ হাজার টাকা আয় করে সে কিভাবে ৫০ হাজার টাকা আয় করতে হবে সেটা জানে না বলেই করে। তার ৫০ হাজার টাকা আয় করার জন্য যা লাগে সেই বিষয়ে এওয়ারনেস নাই। আমাদের এখানে কোম্পানী গুলো না হওয়ার কারন আমাদের প্রফেশনালদের কিভাবে করতে হবে সেই বিষয়ে এওয়ারনেস নাই।

কারণ আশে পাশের জগতটা মানূষের লেভেল অব এওয়ারনেস ঠিক করে। যে জগতটা শুধু ফ্রিল্যান্সিংকে নিয়ে আর ফ্রিল্যান্সারদের আয়, ঘুরে বেড়ানো নিয়ে সেই জগত এন্ট্রেপ্রেনিয়র কিভাবে হতে হবে সেটা তৈরি করে দিবে না।

সম্ভাবনাটা জানুন। নিজের লেভেল অব এওয়ারনেসটা বাড়িয়ে নিন।

Filed Under: কনন্টেন্ট বিজনেস

« Previous Page
Next Page »

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter