প্রতিবার ইন্টারভিও নেয়ার সময় কিছু বিষয় আসে। এবার ইন্টারভিও নিচ্ছিলাম ভারত ও পাকিস্থানের কিছু রাইটারের। এরা প্রত্যেককে দুই/তিন বছর ধরে লিখছে। এই লেখার অভিজ্ঞতাই কি এনাফ? তাদের কি ভালো রাইটার বলা যায়?
এদের দুটা ইন্টারেস্টিং প্রশ্ন করছিলাম? তাই নিয়ে ভিডিওটা করলাম।
ব্যাখ্যাও করেছি। ভিডিতে আমি বলেছি
১) কখন আসলে কাউকে প্রফেশনাল রাইটার বলা যায়
২) কি থাকলে কোয়ালিটি কনটেন্ট বলবো
৩) রাইটার যত দক্ষ আর এক্সপেরিয়েন্স হউক তাদের আর কি লাগবে ভালো লেখার জন্য আর সেখানে আপনার রোলটা কি