না বলা মানে নিজেকে নিয়েই পরে থাকা না। মানে খুব আত্নকেন্দ্রিক বা সেলফিস কিছু না। নিজের কাজ বা লক্ষ্যের সাথে সম্পর্ক নাই এমন বিষয় থেকে দূরে থাকা।
একবার একটা কনফারেন্সে স্পিচ দেয়ার জন্য ভাজ্রিন গ্রুপ ফাউন্ডার রিচার্ড বানসনকে এপ্রোচ করা হলো। ১ ঘণ্টা স্পিচের জন্য ১ লক্ষ ডলার দেয়ার কথা বলে যোগাযোগ করা হলো। তার অফিস থেকে জানানো হয়েছে রিচার্ড না করেছে। তারা এবার আড়াই লক্ষ ডলার অফার করলো সাথে তাদের ব্যক্তিগত বিমানে আনা নেয়ার অপার দিলো।
এবারো স্ট্রেইট না করে দিলো। উদ্যোক্তাদের ইগোতে লাগলো। তারা বললো একটা ফি বলো যাতে রিচার্ড আগ্রহী হবে। সেই যাই চাইবে তাই পাবে। ব্লাঙ্ক চেক অফার করলো। এবারো তাদের না বলা হলো।
তখন তারা জানতে চাইলো কারন কি? কেন রিচার্ড আমাদের কনফারেন্সে স্পিচ দিবে না।
রিচার্ডের অফিস থেকে জানানো হলো রিচার্ড কেবল তার স্ট্রাটেজিক গোলের সাথে যায় এমন বিষয়ের সাথে জড়িত হয়। আর সেটা বিনা পয়সায় হলেও সে করে।
বিষয়টা এখানে। নিজের লক্ষ্যের সাথে যায় না এমন বিষয় গুলো সেটা যতো আকর্ষণীয় হউক সেটা থেকে নিজেকে সড়িয়ে রাখে বলেই তারা এতো সফল।