বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিলিয়ন ডলারের এসইও মার্কেটে সাফল্য ধরে রাখতে পারেনি আর এখনো পারছে না? করনীয় কি?
আমার ফিলিং টা হলো এসইওতে লিঙ্ক বিল্ডিং মার্কেট সব সময় বিলিয়ন ডলারের মার্কেট। অপরচুনিটি অনেক হাই চ্যালেঞ্জটাও হাই। আমার নিজের কোম্পানী একটা সময় এই ইণ্ড্রাস্ট্রি থেকে প্রচুর আয় করেছে।
কিছু ব্যাক্তিগত কারনে আমি বিজনেসে ঠিক সেই ভাবে মনোযোগ দেই নাই গত ৭/৮ বছর। তাই আমার ছন্দ পতন হয়েছিলো। কিন্তু যাদের এমন সমস্যা ছিলো না, তারা কেন ভালো করেনি এই বিষয়টা আমাকে সব সময় ভাবায়।
আমার ভাবনা গুলো কি আর কি করা উচিত, সমস্যা গুলোর সমাধান কি তাই নিয়ে চেস্টা করবো লেখার।
ওডেক্স থাকাকালীন বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সংখ্যা ছিলো কয়েক লাখ। এর মধ্যে ২৫% এই ছিলো এসইও প্রফেশনাল। যাদের ৯০% এই হয়তো লিঙ্ক বিল্ডিং সার্ভিস দিতো। তখন লিঙ্ক তৈরি অনেকটা সাবমিশন অরিয়েন্টেড -ডিরেক্টরি, আর্টিকেল ডিরেক্টরি, প্রোফাইল ও সোশ্যাল বুকমার্কিং ছিলো। এই কাজটা সবাই শিখে নিয়ে করতে পারতো। এতে এসইও প্রফেশনালদের সার্ভিসটা দিতে খরচ করতে হতো না।
এরপর লিঙ্ক বিল্ডিংয়ের ধাপে ধাপে অনেক পরিবর্তন হয়েছে। অধিকাংশ এসইও এক্সপার্ট ঝড়ে পড়ছে আমার মতো বেশ কিছু কারনে।
১) ট্রেন্ডটা শুরুতেই ধরতে পারে না। যখন বুঝেছে তখন মার্কেট অনেক স্যাটুরেটেড হয়ে গেছে কিংবা ঐ টাইপের লিঙ্ক প্রায় ডেড হয়ে গেছে
২) ট্রেনিংয়ের অভাব ছিল। পরের লিঙ্ক বিল্ডিং গুলো অনেকটা টেকনিক্যাল ছিলো। যথাযথ ভাবে করতে ভালো ভাবে শেখার প্রয়োজন ছিলো। এই শেখার সুযোগ অনেকে পায় নি। ভালো ট্রেনিং ছিলো না।
আরো কিছু সমস্যা আছে সেই গুলো নিয়ে পরে আবার লিখছি। সমস্যা গুলো সাথে সমাধান যা আমার মতে হতে পারে সেটাও উল্লেখ করবো।