Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

এসইওতে ভবিষ্যত কি?

নভেম্বর 29, 2020 by Abul Kashem

এসইও সম্পর্কে যদি সাধারণ ধারনাও থাকে তাহলে আপনি নিশ্চয় জানেন সার্চ ইঞ্জিন যতদিন থাকবে অথ্যাৎ মানুষ যতদিন

এমন ইন্টারনেট কল্পনাও করা যায় যেখানে মানুষের তথ্য সংগ্রহ করে না। হউক সেটা কিছু কেনার জন্য, কিংবা শুধু মাত্র জানার জন্য কিংবা বিনোদনের জন্য। অদূর ভবিষ্যতে ইন্টারনেট মানুষ সার্চ করবে না এটা ভাবাও যায় না। সার্চ থাকবে। থাকবে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন থাকলে তাতে সাইট গুলোর র‍্যাঙ্কিংয়ে থাকার প্রতিযোগীতাও থাকবে। সাইটে র‍্যাঙ্ক করতে এসইওয়ের প্রয়োজন হবেই।

এসইও টেকনিক পরিবর্তন হতে পারে এবং হবেই। কিন্তু এসইওয়ের প্রয়োজন কখনই বন্ধ হয়ে যাবে না। যাদের স্পেশালিজড কোন স্কিল নাই, কিংবা ডিগ্রী নাই এসইও অবশ্যয় তাদের জন্য স্পেশালাইড প্রফেশন হতে পারে। অনেকেই এসইওতে প্রফেশন তৈরি করতে শুরু করলেও মাঝখানটায় বাদ দিয়েছে কারণ তাদের যে মানের স্কিল দরকার ছিল সেটা কখনই ছিল না আর তৈরিও করে নাই।

কেউ যদি খুব ভালো মানের এসইও এক্সপার্ট হয়ে তাহলে তার ব্যবসা কিংবা ক্লায়েণ্টের সমস্যা হবে না এটা নিশ্চিত। মূল বিষয়টা হলো এসইও বাজার আছে আর বাড়ছেও। এখানে কাজ করতে হলে টিকে থাকতে হলে ভালো করতে হলে ফাইনাশিয়ালি রিওয়ার্ডিং কিছু পেতে চাইলে তাকে অবশ্যই ভালো মানের হতে হবে। এরপর অভারক্স্রাইবড হতে চাইলে তাকে অবশ্যয় ওয়াল্ডক্লাস হতে হবে। ওয়ার্ল্ড ক্লাস হতে কি লাগে?

চলবে …

সোর্সঃ ফেসবুক পোস্ট

Filed Under: এসইও

এসইওতে টাকা বানানো আর টাকা আয় দুইটাই সম্ভব।

নভেম্বর 21, 2020 by Abul Kashem

এসইওইয়ের যতগুলো কম্পোনেন্ট সব গুলোর চাহিদা আছে আর থাকবেই। পরিবর্তন হয় রিকোয়ারমেন্ট। এইওয়ের কম্পোনেন্ট বলতে টেকনিক্যাল এসইও, অনপেইজ/অনসাইট এসইও অপটাইজেশন, কিওয়ার্ড, কনটেণ্ট এবং লিঙ্ক।

যারা ৫/৬ বছর এট লিস্ট অনলাইন ইন্ড্রাস্ট্রিতে আছে তারা এই বিষয়টা খুব ভাল ভাবে রিলেট করতে পারবে যে এসইওয়ের এই স্পেশালইজড এরিয়ার কোনটাই রিপ্লেস হয় নাই, কেবল পরিবর্তন হয়েছে। যারা এই পরিবর্তনটা আগেই বুঝে ট্রেন্ডের আগে ছিলও তারা টাকা বানিয়েয়ে আর অন্যরা যারা ফলো করেছে তারা টাকায় আয় করেছে।

টাকা বানানো আর আয় করাকে আমি এই ভাবে আলাদা করি। ভালো স্কিল থাকলে যে কেউ তার ২/৩ হাজার আয় করে এটাকে আমি টাকা আয় করা বলি আর যারা গাড়ী বাড়ী করার মতো টাকা আয় করে সেটাকে আমি টাকা বানানো বলি। এই ভাবে ভাগ করা ভুল হলেও হতে পারে । কিন্তু এই রকম যে দুইটা গ্রুপ আছে সেটা প্রায় সবাই জানে।

৮০ বিলিয়ন এসইও ইন্ড্রাস্ট্রির বিশাল অংশ ব্যয় হয় লিঙ্কের পেছনে। এই লিঙ্কের প্রয়োজন কখনই রিপ্লেস হয় নাই। যা হয়েছে তা হলো মেথডের পরিবর্তন হয়েছে। যে এই পরিবর্তন অনুযায়ী শুরু থেকে সার্ভিস দিতে পেরেছে সে টাকা বানিয়েছে। যে পরে যোগ দিয়েছে সে কিছু কিছু আয় করেছে। একদল এত পরে আসছে যে এরই মধ্যে আরেক পরিবর্তন শুরু হয়েছে।

আমার দেখা ট্রেণ্ড গুলোঃ

১) এক সময় রিসিপ্রোকেল লিঙ্ক ছিল ট্রেন্ড – তখন যারাই লিঙ্ক তৈরি করতো তারা প্রচুর আয় করেছে
২) তারপর অন-ওয়ে লিঙ্ক – পেইড লিঙ্ক প্লাস ডিরেক্টরি, আর্টিকেল, সোশ্যাল বুক মার্কিং
৩) তারপর ব্লগ নেটওয়ার্ক সাথে ওয়েব টু সাথে পিরামিড লিঙ্ক
৪) এরপর পিবিএন, গেস্ট পোস্ট
৫) আউটরিচ, স্ক্রাইক্রেপার

রিসার্চ করে দেখতে পারেন, এই ট্রেন্ড গুলোর যারা প্রথমে থেকেছে তারা প্রচুর প্রচুর অর্থ আয় করেছে।

একই বিষয় এসইওয়ের অন্য কম্পোনেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। মুল কথা এই ইন্ড্রাস্ট্রিতে টাকা আছে। থাকবেই। টাকা বানাতে না পারলেও আয় করার চান্স তাদের থাকেই যারা ট্রেন্ডে থাকে। তবে কিছু স্কিল আছে যেই গুলো এভারগ্রীন আর ফিউচারপ্রুফ। বিলিয়ন ডলারের এই ইণ্ড্রাস্ট্রিতে কেঁউ যদি পড়াশুনা করে, স্কিল বাড়াতে থাকে তার সম্ভাবনা প্রচুর এই কথা আমি নিশ্চিত করেই বলতে পারি।

আশাকরি শেয়ার ও মন্তব্য করবেন। 🙂

সোর্সঃ ফেসবুক পোস্ট

Filed Under: এসইও

গুগলঃ র‍্যাঙ্কিংয়ের জন্য কেবল কনটেন্টের অপটিমাইজেশন যথেস্ট না

ডিসেম্বর 17, 2019 by আবুল কাশেম

অনেকে ভালো নয় এমন পেইজ গুলোকে ইম্প্রুভ করে র‍্যাঙ্কিংয়ের উন্নতি আশা করে। গুগলের পক্ষ থেকে ম্যাক মুলার নিশ্চিত করে জানিয়েছে যে শুধু মাত্র অতি সাধারন কিছু কনটেন্টের উন্নোয়ন র‍্যাঙ্কিংয়ে ইফেক্ট হবে না। পুরো সাইটকেই ভালো করতে হব। এখানে ভালো করতে বলতে কম্পিটিটর থেকে ভালো করার বিষয় এসেছে। অনেক ক্ষেত্রে কম্পিটিটর থেকে কারো সাইট ভালো হলে কনটেণ্টের পরিবর্তন ভালো ফলাফল আনবে। তবে যদি সাইটের অভারঅল স্কোর ভালো না থাকে তাহলে ফল ভালো হবে না।

এই ক্ষেত্রে করনীয় কি?

টেকনিক্যাল এসইও অডিট করা উচিত। প্রথমত দেখতে হবে এসইও পয়েন্ট অব ভিও থেকে কোন সমস্যা আছে কিনা। সেই ক্ষেত্রে অডিট টুলস গুলো সাহায্য করতে পারে।

টেকনিক্যাল এসইও ঠিক থাকলে, অফসাইট ইস্যু গুলো বিবেচনায় নিতে হবে।দেখতে হবে লিঙ্কের কোন সমস্যা আছে কিনা। লিঙ্ক অডিট করে খারাফ লিঙ্ক লিঙ্ক গুলোকে হয় সড়িয়ে ফেলতে হবে না হয় ডিসবাউ করতে হবে।

লিঙ্ক ঠিক হলে কনটেণ্ট এনালাইসিস করতে হটে হবে। কেউ যদি কনটেন্ট নিয়ে কাজ শুরু করে দেয় তাহলে অন্য যে বিষয় গুলো নিয়ে উপরে লিখেছি তা বিবেচনা করতে পারে।

এই নিয়ে আরো পড়ুন।

Filed Under: এসইও

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter