আমার পর্যবেক্ষন বলছে গত ৪-৫ বছর বাংলাদেশের বেশির ভাগ এসইও প্রফেশনাল সাইট বানানো নিয়ে মেতে ছিলো। খুব কমই তাদের স্কিল আপগ্রেড করছে। এতে বেশির ভাগই তাদের ইঙ্কাম হারিয়েছে। অনেকেই হয়তো মিড লেভেল এসইও এক্সপার্ট হতো। যাদের মাসিক ইঙ্কাম হাজার ডলারের উপরে হতো।
সাইট থেকে বছরে ১২ হাজার ডলার আয় করছে এই রকম সংখ্যা কতজন আছে?বাংলাদেশের প্রফেশানালদের যদি এভারেজ বাৎসরিক ইঙ্কাম ফ্রিল্যান্সিং শুরু করার পর এক/দুই বছরের পর বছরে ১২ থেকে ১৫ হাজার ডলার হয়, তাহলে খারাপ না।
২০ হাজার ডলার হলে ফাস্ট ক্লাস। ২০ হাজার ডলার বছরে মানে ১৫০০ ডলার মাসে। বিলো বা ক্লোজটু এভারেজ মানের টেলেন্টেড প্রফেশনালদের এই লেভেল ইঙ্কাম আউটসোর্সিং মার্কেট থেকে খুবই নরমাল। বাংলাদেশের একটা সংখ্যায় প্রফেশনাল আছে যারা এর চেয়ে বেশি ইঙ্কাম করে।
আমি অন্তত ৫০ টা স্কিল দেখাতে পারবো যেখানে সলিড কোর + সফট স্কিল নিয়ে এর চেয়ে ভালো করা যায়। পরিবেশ, মানষিকতা আর লক্ষ্য নাই। খালী আছে ইচ্ছা। ইচ্ছা দিয়ে তো আর চাঁদে যাওয়া যাবে না। তার জন্য নাসা লাগে