Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

স্কিলের তিন লেভেল – ওকে, গুড আর গ্রেট

জানুয়ারী 3, 2021 by আবুল কাশেম

জেরড ( আমেরিকান ক্লায়েন্ট) শুরু থেকেই কোয়ালিটী রাইটিং আর ইংলিশ লেভেল নিয়ে সতর্ক ছিলো। ভালো লেখার বাজেটও সেই রকম থাকতে হবে। আমার আউটরিচ করা রাইটাদের মধ্যে সর্বোচ্চ যে প্রাইচ পেয়েছি সেটা হলো প্রতি ১০০ ওয়ার্ডের জন্য ২২ ডলার।

আমাদের কনটেণ্ট গুলো অধিকাংশ ক্ষেত্রেই ৩০০০ ওয়ার্ড। তার মানে ৩০০০ ওয়ার্ডের লেখার জন্যে এই ধরনের রাইটারকে পে করতে হবে ৬৬০ ডলার। এই মুহুর্তে যে বাজেট তাতে এই প্রাইচে আসলে কাউকে হায়ার করা সম্ভব না।

আমরা ইন্ডিয়ান একটা রাইটারকে ফুলটাইম হায়ার করেছি। গত এক বছর ধরে সে কাজ করে। তার লেখা আবার আমরা ইউএসএর একটা এডিটর দিয়ে ঠিক করে নেই। এতে করে তাকে যে টাকা দেই তার চেয়ে বেশি টাকা এডিটরকে দিতে হয়। তারপরেও লেখার মান নিয়ে জেরড কিছু মন্তব্য করেছে যা ছবিতে পাবেন।


জেরডের চাওয়া আর বাজেটের মধ্যে পার্থক্য আছে। তাই নিজেদের একটা স্ট্রাটেজি তৈরি করতে হয়েছে। নিজেরা বুঝার জন্য আমি কয়েকটা ভাগে রাইটিংকে ভাগ করে নিয়েছিঃ

  • ওকে রাইটিং
  • গুড রাইটিং
  • কোয়ালিটি রাইটিং

আমি বলেছি এই মুহুর্তে আমাদের স্ট্রাটেজি হবে ওকে রাইটিং দিয়ে গুড রাইটিংয়ে যাওয়ার জন্য আয় করা। গুড রাইটিংয়ের আয় আমরা কোয়ালিটি রাইটিংয়ে ইনভেস্ট করবো।

ওকে রাইটিং ভালো করার জন্য আপতত আমাদের সংখ্যার দিকটা চিন্তা করতে হবে। অথ্যাৎ অনেক বেশি ওকে রাইটিং আমাদের লাগবে। আমরা ছোট ছোট টপিকে অনেক বেশি সংখ্যক ওকে রাইটার দিয়ে কনটেণ্ট তৈরি করে নিবো। জেরডের স্ট্রাটেজি পছন্দ হইছে।

আসলে সব স্কিলকে মুটামুটি এই দিন ভাগে ভাগ করতে পারেনঃ

  • ওকে লেভেল
  • গুড লেভেল
  • কোয়ালিটি লেভেল

এই ওকে লেভেলে যারা থাকবে তারা কস্ট করবে বেশি আয় করবে কম। এদের প্রফেশন নিয়ে অনিশ্চয়তা থাকবে বেশি। ক্লায়েন্ট পাবে অনিয়মিত ভাবে। গুড লেভেলে যারা থাকবে তারা সেইফ, স্টান্ডার্ড একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে। এদের আয়টাও হবে স্টান্ডার্ড।

নিয়মিত ভাবেই ক্লায়েন্ট পাবে। আর যারা গ্রেট। এরা অভারস্ক্রাইবড হবেই। এরা আসলে ঠিক করবে কার সাথে কাজ করবে আর কার সাথে করবে না। এদের ফি হবে প্রাইম। এদের লাইফে ভ্যাকেশন থাকবে, নিয়ম থাকবে, নিয়ন্ত্রন থাকবে। এদের গাড়ী বাড়ী থাকটা খুবই সাধারণ ব্যাপার।

যে যেই লেভেলে আছে তার পরের লেভেলে পৌছানোর চেস্টা থাকতেই হবে। পরের লেভেল পৌছাতে জ্ঞান অর্জন, স্কিল ডেভেলপমেন্ট, মেন্টর, গাইড, কোর্স, সেমিনার, ওয়ার্কসপ, কনফারেন্স এই সব প্রয়োজন হবে।

বাড়তি তথ্যঃ

ওকে টাইপ রাইটারদের চার্জ ১০০ ওয়ার্ডে ১ ডলার আর গুড রাইটারদের ৩ ডলার। গ্রেট রাইটারদের কথা তো আগেই বলেছি। নিজে ঠিক করেন আপনি কোন লেভেলে আছে।

Filed Under: অন্যান্য

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • ডিজিটাল মার্কেটিং বিজনেস
  • ফাইবারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে ব্যাক্তিগত এনালাইসিস
  • অভারসাবস্ক্রাইব বিজনেস -১২ (ক্যাম্পেইন ড্রিবেন এন্ট্রারপ্রাইজ)
  • স্কিলের তিন লেভেল – ওকে, গুড আর গ্রেট
  • গর্ডনের শেখানোর পদ্ধতিটাই এমন যে কেউই টেরও পায় না যে একটা কোর্স চলছে

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter