স্টার্টআপ বাইবেল বলা যায় লিন স্টার্টআপ বইটাকে। বইটাতে স্টার্টআপ কি এই নিয়ে একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশন অনুযায়ী সব ব্যবসা স্টার্টআপ না।

ধরেন একই বিজনেস মডেল কিন্তু প্রাইচ ভিন্ন, লেভেলিং ভিন্ন প্লাস টুকিটাকি আর কিছু বিষয় ভিন্ন। সেই ধরনের বিজনেস স্টার্টআপ না। এরিক রিজের ডেফিনেশন হলো স্টার্টআপ মানে ইনভোশন যেখানে এক্সট্রিম আনচার্টেনিটি জড়িত। কোন সমস্যার এমন সমাধান যা আগে কেউ যে ভাবে আপনি করতে চাচ্ছেন সেই ভাবে করে নাই।
A startup is a human institution designed to deliver a new product or service under conditions of extreme uncertainty.
তিনি আর লিখেন যেঃ
Startups are designed to confront situations of extreme uncertainty. To open up a new business that is an exact clone of an existing business, all the way down to the business model, pricing, target customer, and specific product may, under many circumstances, be an attractive economic investment. But it is not a startup, because its success depends only on decent execution – so much so that this success can be modeled with high accuracy. This is why so many small businesses can be financed with simple bank loans; the level of risk and uncertainty is well enough understood that a reasonably intelligent loan officer can assess its prospects.” — Eric Ries
বাংলাদেশের বর্তমান আইসিটি ট্রেন্ড হলো স্টার্টআপ। আশে পাশে যা শুনি পড়ি তাতে মনে হচ্ছে যে কোন নতুন ব্যবসাকেই এখানে স্টার্টআপ মনে করে। আমার জানাটা কি ভুল? ভুল হলে বরং খুশীই হবো।