বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব কমন যে একটা বিজনেস ভালো করতেছে তো ঐ বিজনেসের মতই আরেকটা বানাতে হবে। একেবারে কপি পেস্ট। এই ধরুন ইভ্যালি ভালো করছে তো এবার ইভ্যালির মতোই হুবহু বিজনেস তৈরি করতে হবে। ইভ্যালি দিয়ে উদাহরণ দিলাম। কিন্তু হুবুহু এই বিজনেস তৈরি করার প্রবনতা আমাদের সব সময় ছিল আর হয়তো থাকবেও।
আমরা সবাই জানি ই-লার্নিং ইন্ড্রাস্ট্রি কয়েকশ বিলিয়ন ডলার ইন্ড্রাস্ট্রি। ইউডেমি চরম সফল একটা ইল্যার্নিং কোম্পানী। বিলিয়ন ডলারের ইণ্ড্রাস্ট্রি, ইউডেমি সফল আর ভালো করছে তো একই ভাবে অন্য এন্ট্রেপ্রেনিয়ররা শত শত বিজনেস বানায় নাই। উডাসিটির মডেল আলাদা, কোর্সেএরার মডেল আলাদা, স্কিল শেয়ারের মডেল আলাদা।

সবাই বিলিয়ন ডলারের ইল্যার্নিং ইণ্ড্রাস্টিতেই আছে কিন্তু ভিন্ন ভিন্ন মডেলে নিয়ে এসেছে। অনেক বড় ইণ্ড্রাস্ট্রিতে নিশ চাহিদা আছে। সবার চাহিদা এক না। আলাদা একটা চাহিদা তৈরি করা যায়। তাই সবাই ভিন্ন ভিন্ন মডেল ও পজিসনিং করে এগিয়েছে। এরা প্রত্যেকেই সফল।
কপি পেস্ট আইডিয়া নিয়ে সফল হওয়ার চান্স খুব কম। ভিন্ন মডেল বা ইউনিক মডেলে সফল হওয়ার চান্স বেশি এটা আমরা বুঝি না। যেহেতু বুঝি না তাই আমাদের এন্ট্রেপ্রেনিয়র বলা যায় কিনা?
আমি ব্লুওসান স্ট্রাটেজি বইটা পড়ার কারনে এটা বুঝি মার্কেট রেড ওসান হয়ে গেলে সেই খানে ভালো করার বা টিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের আগ্রহ আছে বইটা পড়তে পারেন।