Abul Kashem

আবুল কাশেম

  • মূলপাতা
  • এবাউট
  • কেন পেপ্যাল লাগবে?

Powered by Genesis

ইউডেমি ও উডাসিটি এবং বাঙ্গালী এন্ট্রেপ্রেনিয়রশীপ

জুন 23, 2021 by আবুল কাশেম

বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব কমন যে একটা বিজনেস ভালো করতেছে তো ঐ বিজনেসের মতই আরেকটা বানাতে হবে। একেবারে কপি পেস্ট। এই ধরুন ইভ্যালি ভালো করছে তো এবার ইভ্যালির মতোই হুবহু বিজনেস তৈরি করতে হবে। ইভ্যালি দিয়ে উদাহরণ দিলাম। কিন্তু হুবুহু এই বিজনেস তৈরি করার প্রবনতা আমাদের সব সময় ছিল আর হয়তো থাকবেও।

আমরা সবাই জানি ই-লার্নিং ইন্ড্রাস্ট্রি কয়েকশ বিলিয়ন ডলার ইন্ড্রাস্ট্রি। ইউডেমি চরম সফল একটা ইল্যার্নিং কোম্পানী। বিলিয়ন ডলারের ইণ্ড্রাস্ট্রি, ইউডেমি সফল আর ভালো করছে তো একই ভাবে অন্য এন্ট্রেপ্রেনিয়ররা শত শত বিজনেস বানায় নাই। উডাসিটির মডেল আলাদা, কোর্সেএরার মডেল আলাদা, স্কিল শেয়ারের মডেল আলাদা।

Blue Ocean Strategy Summary

সবাই বিলিয়ন ডলারের ইল্যার্নিং ইণ্ড্রাস্টিতেই আছে কিন্তু ভিন্ন ভিন্ন মডেলে নিয়ে এসেছে। অনেক বড় ইণ্ড্রাস্ট্রিতে নিশ চাহিদা আছে। সবার চাহিদা এক না। আলাদা একটা চাহিদা তৈরি করা যায়। তাই সবাই ভিন্ন ভিন্ন মডেল ও পজিসনিং করে এগিয়েছে। এরা প্রত্যেকেই সফল।

কপি পেস্ট আইডিয়া নিয়ে সফল হওয়ার চান্স খুব কম। ভিন্ন মডেল বা ইউনিক মডেলে সফল হওয়ার চান্স বেশি এটা আমরা বুঝি না। যেহেতু বুঝি না তাই আমাদের এন্ট্রেপ্রেনিয়র বলা যায় কিনা?

আমি ব্লুওসান স্ট্রাটেজি বইটা পড়ার কারনে এটা বুঝি মার্কেট রেড ওসান হয়ে গেলে সেই খানে ভালো করার বা টিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের আগ্রহ আছে বইটা পড়তে পারেন।

Filed Under: অন্যান্য

নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

এগিয়ে থাকুন সবার থেকে।নতুন লেখা প্রকাশিত হলেই আপনাকে জানিয়ে দিবো।






সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • দ্যা স্প্রাউচ ডট কম কেমন আয় করে
  • এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার বাংলাদেশী অনলাইন মার্কেটাদের জন্য একধরনের আশীর্বাদ
  • এখন মূল লক্ষ্যই হওয়া উচিত গ্লোবাল ডিমান্ড অনুযায়ী প্রফেশনাল তৈরি করা
  • সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন
  • এআই মার্কেট

বিভাগসমূহ

  • অন্যান্য
  • অভারসাবস্ক্রাইব
  • আইসিটি ইন্ড্রাস্ট্রি
  • আউটসোর্সিং
  • এক্টিভিটি
  • এসইও
  • কনন্টেন্ট বিজনেস
  • ক্যারিয়ার
  • ব্যাবসা
  • সাফল্য

সোশ্যাল মিডিয়া প্রোফাইল

  • Facebook
  • LinkedIn
  • Twitter