গুগল আবার আপডেট দিলে অনেকেই বলছে ট্রাফিক ড্রপ করেছে ৫০% এর মতো।
কনটেন্ট সাইট এন্ট্রেপ্রেনিয়রদের জন্য গুগল আপডেট একটা আতঙ্ক বলা যায়। আপডেট হলেই দেখা যায় র্যাঙ্কিংয়ের পরবর্তন হচ্ছে। এমন পরিস্থিতে কনটেণ্ট এন্ট্রেপ্রেনিয়রদের জন্যে একটা দুঃশ্চিন্তার বিষয়। সাইটের লাইফটাইমে দেখা যায় বার বারই এমন হচ্ছে। যখনি সাইট ভালো করতে থাকে আর তখনি একটা আপডেট। আবার র্যাঙ্কের পতন। এফিলিয়েট সাইট এন্ট্রেপ্রেনিয়ররা কি করতে পারে র্যাঙ্কিং ড্রপ করলে ?
কিভাবে র্যাঙ্ক ফিরে পাওয়া যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিও না।
আলোচনা করেছি এই রকম কিছু হলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সাইটকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে।
ফেসবুকঃ fb.com/kashemabul
ওয়েবসাইটঃ www.abulkashem.com
গ্রুপঃ https://www.facebook.com/groups/bdseo/