আইসিটি আউটসোর্সিং বিজনেস ফ্রেমওয়ার্ক – মার্কেট রিসার্স ও আইডিয়া জেনারেশন – ঠিক কোন বিজনেসটা করা যায় সেটা যেমনি মার্কেট রিসার্চ করে বের করা যায় আবার কেউ কোন বিজনেস করবে সেটার সাম্ভ্যাবতাও মার্কেট রিসার্চ করে বের করতে পারবে। স্টেপ গুলো অনেক আগে থেকেই ওয়েবে আছে। আমাদের এখানে অনেকের সমস্যা হলো বিজনেস আইডিয়া বের করা। এটা এতো ভাবে করা যায় যে কেউ এই বিষয়টাকে ঘিরেই একটা ক্যারিয়ার তৈরি করতে পারে।
মুটামুটি স্টান্ডার্ড কিছু ধাপকে ফাউন্ডেশন আকারে ফ্রেমওয়ার্কে যুক্ত করা যায়। ওয়েবে এতো তথ্য আছে যে সেই গুলো যে কারো জন্য যথেস্ট নিজের বিজনেস আইডিয়া খুজেঁ নেয়ার জন্য। উদাহরণ দেই – ক্রেতা, বিক্রেতা আর মার্কেটপ্লেস অথবা ডিরেক্টরি রিসার্চ করলেই আপনি বুঝতে পারবেন অনেক কিছু। ক্রেতা কি কিনছে এটা বুঝার জন্য সার্চ ডাটা একমাত্র না হলেও খুবই নির্ভরযোগ্য ইন্ডিকেটর।বিক্রেতার বিজনেস আর গ্রোথ দেখলেই বুঝতে হবে সে বিক্রি করছে বা ব্যবসা করছে।
আর মার্কেটপ্লেসে বা ডিরেক্টটরিতে বিজনেস লিস্টিং, সেলস থ্রেড বা গিগ দেখলেও বুঝা যায় যে ক্রেতা কি চাচ্ছে আর বিক্রেতা কি বিক্রি করছে। এই গুলো জেনেরাল এপ্রোচ। আইসিটি বিজনেসের জন্য স্পেসিফিক কি ডাটা দেখবে সেটা আলাদা করে বিশ্লেষন করলে আরো সহজেই বিজনেস আইডিয়া পাবে। ১০০০ বিজনেস তৈরি করা মোটেও অসম্ভব কিছু না। জাস্ট প্রসেস, সিস্টেম আর মাইণ্ডসেট দরকার।