এআইই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার আমি মনে করি বাংলাদেশী মার্কেটার ও অনলাইন এন্ট্রেপ্রেনিয়রদের জন্য চমৎকার একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছে বলে আমি মনে করি। এই কারনে আইই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার নিয়ে আমি বেশ একচাইটেড। আমি আমাদের জন্য বেশ বড় ধরনের একটা সুযোগ দেখছি।
আমি সব সময় অনলাইনে বাংলাদেশী এন্ট্রেপ্রেনিয়র ও মার্কেটেরদের বিশেষ করে কনটেণ্ট পাবলিশারদের জন্য ইংরেজী কনটেণ্ট পাবলিশকে এক বড় প্রতিবন্ধকতা হিসাবে দেখে এসেছি। সব রকমের টেকনিক্যাল দক্ষতা থাকে সত্ত্বেও অনেকই ভালো করে নাই কেবল ইংরেজী কনণ্টট নিজে লিখতে পারছিলো না অথবা অনেক টাকা খরচ করে রাইটার হায়ার করতে পারছিলো না বলে।
এআই কনটেণ্ট রাইটিং সফটওয়্যার সেই সমস্যা সমাধান করে দিতেছে।
এআই কনটেন্ট র্যাঙ্ক করবে কিনা?
যদি করে তাহলে বাংলাদেশের নিশ কনটেণ্ট সাইট বিল্ডারদের সামনে বিশাল একটা সুযোগ দেখতে পাচ্ছি। কিভাবে সেটা পরে বলছি। এআই কন্টেণ্ট + এডিট = হিম্যান রিটেন কনটেণ্ট একটা এক্সপেরিমেন্ট প্রজেক্ট আমরা করছি।
লিঙ্ক সহ এইজড ডোমেইন কিনেছিলাম মাস খানেক আগে। সেই ডোমেইনটা যেই নিশে ছিলো সেই নিশ অনুযায়ী কনটেণ্ট এড করা হচ্ছে। এখন পর্যন্ত সব গুলো কনটেণ্টই ইন্ডেক্স হয়েছে। র্যাঙ্ক করবে কিনা? ইন্ডেক্স হলে আর ইন্ডেক্সে তাহলে কোন না কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবেই। আর যে টপিকের জন্য লিখছেন সেই টপিকের কম্পিটিশনের উপর নির্ভর করবে র্যাঙ্ক করবে কি না।
পরের বিষয়টা হলো গুগল এআই কনটেণ্ট টার্গেট করে কোন আপডেট দিবে কিনা? গুগলের কোয়ালিটি গাইড লাইনে এখনো পুওর কোয়ালিটি কনটেণ্টের জন্য ব্যবস্থা আছেই। এছাড়া প্যান্ডা আপডেটই ছিলো কনটেণ্টকে টার্গেট করে। এআই হউক আর ম্যানুয়েল হউক কনটেণ্ট কাজের না হলে গুগল কোন ভাবেই তাকে পুরস্কৃত করবে না।
এআই কনটেন্ট যদি এমন কোন টপিকে লেখা হয় যেই বিষয়ে অনেক ভালো কনটেণ্ট আছে তাহলে নিশ্চয় সেটা কাজ করবে না। এআই কনটেণ্ট যদি এমন টপিকে তৈরি করা হয় যেই বিষয়ে তৈরি করা কনটেণ্টের জন্য ভালো কোন কনটেণ্ট নাই তাহলে অবশ্যয় গুগল যা আছে তাকেই র্যাঙ্ক করবে যদি কেউ ঐ টপিক সার্চ করে।
বাংলাদেশী মার্কেটারদের সমস্যা ছিলো কনটেন্টে। আমরা ভারত কিংবা পাকিস্থানীদের চেয়ে ইংরেজী ভাষায় লেখাতে পিছিয়ে ছিলাম। এআই কনটেণ্ট রাইটিং টুলস সেই দুর্বলতাকে উতরাতে সাহায্য করবে। নিশ কনটেণ্ট মার্কেটাররা চাইলে নিজেই কনটেণ্ট তৈরি করতে পারবে। এখন গুনে গুনে কনটেণ্ট পাবলিশ করতে হবে না।
যেই কিওয়ার্ড হউক তারা এখন রিলেভেন্ট হলেই তা নিয়ে লিখতে পারবে। যত কনটেণ্ট সাইটে যোগ করা হবে ততই তাদের আয়ের সম্ভাবনা বাড়িয়ে দিবে। এখন যে কেউ ৪/৫টি সাইট নিয়ে ফুলটাইম কাজ করতে পারবে। এতে করে তাদের আয় নিয়ে সাইট নিয়ে ভয় কাজ করবে না।
অনপেইজ এসইও ও এআই কনটেন্টকে প্রয়োজনীয় সম্পাদনা করে দরকারী কনটেণ্ট রূপান্তর করার দক্ষতা তৈরি করতে পারলেই সে ভালো একটা অবস্থানে থাকবে সব সময়।
পাবলিশিংকে ফুলটাইম ক্যারিয়ার হিসাবে নিলে সব সময় নিজেকে আপডেট রাখলে সব সময় নিরাপদ থাকবে।